তবলা কিংবদন্তী জ়াকির হুসেন প্রয়াত
RBN Web Desk: চলে গেলেন কিংবদন্তী তবলা বাদক জ়াকির হুসেন (Zakir Hussain)। আজ সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
দু’সপ্তাহ আগে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের তরফ থেকে তাঁর অসুস্থার কথা জানানো হয়।
আরও পড়ুন: বাস্তুচ্যুত প্রান্তজন, নর্মদা ‘পরিক্রমা’য় দেখালেন গৌতম
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জ়াকির হুসেনের। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছিলেন তিনি।
এ বছরই তাঁর হাত ধরে ভারতে আবারও আসে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। এর আগে তিনবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন তিনি।