এবার রাগের ছোঁয়ায় অন্য গানে পৌষালী

RBN Web Desk: এবার অন্য ঘরানায় ধরা দেবেন সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় (Pousali Banerjee)। গাইবেন রাগাশ্রয়ী গান। পৌষালীকে যারা তাঁর গানের জার্নির শুরু থেকে চেনেন, তারা জানেন তিনি আদতে ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রিয়েলিটি শোয়ের আসরে অবশ্য সবরকম গানই গেয়েছেন তিনি। তবে সেখান থেকে ক্রমশ লোকগানের প্রতি আকৃষ্ট হন শিল্পী। তাঁর লোকগানের শ্রোতা রয়েছে সারা পৃথিবীজুড়ে।

বাংলার লোকগীতির জগতে বর্তমান প্রজন্মের প্রথম সারির শিল্পীদের মধ্যে পৌষালী অন্যতম। তবে এবার এক ভিন্ন ঘরানায় অভিষেক ঘটতে চলেছে তাঁর। বছরের শুরুতেই তিনি শ্রোতাদের জানিয়েছিলেন নিজের চ্যানেলের মাধ্যমে লোকগান ছাড়াও অন্য ধরনের গানও উপহার দেবেন তিনি। সেই প্রতিশ্রুতিমতো ঈশান মিত্রর সঙ্গে জুটি বেঁধে আগেই এসেছে ‘তিন সত্যি করে বলছি, ভালোবাসি তোমায়’ গানটির মিউজ়িক ভিডিয়ো। 

আরও পড়ুন: বাজিকা ভাষায় প্রথম ছবি, সেরা পরিচালকের পুরস্কার পেলেন আরিয়ান

এবার আসতে চলেছে সেমি-ক্লাসিকাল ঘরানার ‘তুমি বিনা’ গানটির মিউজিক ভিডিয়ো। নিজের চেনা ধরন ছেড়ে ভিন্ন ঘরানার গান এবার দর্শক শ্রোতাদের উপহার দিতে চলেছেন পৌষালী। নতুন গান প্রসঙ্গে তিনি জানালেন, “যে ধরনের গান আমি সাধারণত গেয়ে থাকি এটা তার থেকে অনেকটাই আলাদা। সেমি-ক্লাসিকাল সুরের ভেতর দিয়ে এ গানের চলন। আসলে লোকগানের বাইরেও আমার একটা সম্পূর্ণ অন্য ধরনের গান গাওয়ার ও শোনার জগৎ রয়েছে। এই গানের মাধ্যমে সেই জগতকেই শ্রদ্ধা জানাতে চলেছি বলা যায়। আমি দর্শক ও শ্রোতাদের কথা দিয়েছিলাম ভিন্ন ধরনের গান নিয়ে আসব। আমার সেই অন্যগান সিরিজ়ের দ্বিতীয় গান হিসেবে আসছে এই নতুন ভিডিওটি। আশা করব সকলের মন ছুঁয়ে যাবে।” 

গানটির গীতিকার ও সুরকার কৌস্তভ হাইত। সঙ্গীত অনুষঙ্গে রয়েছেন রুদ্র। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে আছেন ঈশান মিত্র। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন অভিষেক আগরওয়াল।

আগামীকাল পৌষালীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানের ভিডিয়োটি। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *