ওয়েব সিরিজ়ে স্বপনকুমার

RBN Web Desk: বাংলা ওয়েব সিরিজ়ে এবার আসছে সমরেন্দ্রনাথ পাণ্ডে ওরফে স্বপনকুমার সৃষ্ট গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জি। পঞ্চাশ ও ষাটের দশকে বাংলা সাহিত্যপ্রেমীদের একাংশের মধ্যে প্রবল জনপ্রিয় হয়েছিল স্বপনকুমারের এই গোয়েন্দা সিরিজ়। সেই কাহিনী অবলম্বনেই এবার ডিজিটাল মাধ্যমে এই সিরিজ় পরিচালনা করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য।

১৯৫৩ সালে প্রথম প্রকাশিত হয় দীপক চ্যাটার্জিকে নিয়ে প্রথম কাহিনী ‘অদৃশ্য সংকেত’। এরপর একশোরও বেশি গোয়েন্দা গল্প লিখেছেন স্বপনকুমার। এর মধ্যে বহু গল্পের প্লটই বিদেশী পাল্প ফিকশন থেকে অনুপ্রাণিত।

আরও পড়ুন: রাজনৈতিক মদতে অপরাধ, রহস্যের জট ছাড়াতে ‘এফআইআর’

অনির্বাণের পরিচালনায় সিরিজ়টির নাম রাখা হয়েছে ‘বটতলার গোয়েন্দা’। উল্লেখ্য, গত শতকের মাঝামাঝি সময়ে প্রকাশিত এই কাহিনীগুলিকে বটতলার উপন্যাস বলেও অভিহিত করা হতো। সেই থেকেই সিরিজ়ের নামকরণ। দীপক চ্যাটার্জির ভূমিকায় সম্ভবত অনির্বাণই অভিনয় করবেন।




এর আগে স্বপনকুমারের কাহিনী অবলম্বনে ২০১৭ সালে মঞ্চস্থ হয়েছিল অভি চক্রবর্তী রচিত নাটক ‘রাতবিরেতের রক্তপিশাচ’। সেই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সমদর্শী দত্ত।

আগামী বছর হইচই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘বটতলার গোয়েন্দা’। 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *