প্রশ্নটা আমাকে না করে সৃজিতকে করা উচিত: মিথিলা
RBN Web Desk: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে তিনি অভিনয় করবেন কিনা, এ প্রশ্নের উত্তরে এমনটাই বললেন তাঁর স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালে সৃজিতের সঙ্গে বিয়ের পর ভারতে আসেন বাংলাদেশের বিশিষ্ট মডেল, অভিনেত্রী ও গায়িকা মিথিলা। এর আগে বাংলাদেশে একাধিক টেলিভিশন সিরিজ় ও ছবিতে অভিনয় করলেও ভারতীয় ছবির জগতে সদ্য পা রেখেছেন তিনি। রাজর্ষি দে’র ছবি ‘মায়া’র নামভূমিকায় থাকছেন মিথিলা। এছাড়া অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘আ রিভার ইন হেভেন’-এও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনেতা ববি চক্রবর্তীর বিপরীতে বাংলাদেশ থেকে আসা একটি মেয়ের ভূমিকায় থাকবেন মিথিলা।
অন্যান্য পরিচালকদের সঙ্গে কাজ করলেও তাঁর জীবনসঙ্গী সৃজিতের ছবিতে কবে তাঁকে অভিনয় করতে দেখা যাবে? সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে তাঁকে এই প্রশ্ন করতেই হেসে ফেললেন মিথিলা। “এই প্রশ্নটা আমাকে না করে সৃজিতকে করুন না,” স্পষ্ট জবাব তাঁর। “আমি কী করে জানব আমাকে নেবে কিনা! পরিচালক অভিনেতা পছন্দ করে, অভিনেতা তো আর পরিচালক পছন্দ করতে পারে না। তবে যদি কখনও প্রস্তাব পাই, চরিত্র পছন্দ হলে নিশ্চয়ই কাজ করব।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
মিথিলা জানালেন যে সৃজিতের কাজের ব্যাপারে তিনি একেবারেই কিছু জানেন না। সঙ্গে সংযোজন, “ওর ছবি নিয়ে ও কী ভাবছে বা কাকে কোন চরিত্রে নেওয়ার পরিকল্পনা করছে, সেটা নিয়ে আমাদের কোনও কথাই হয় না। তাই সৃজিতের ছবিতে ও আদৌ আমাকে নেবে কিনা সেটা আমার মনে হয় ওকেই জিজ্ঞাসা করা উচিত।”
ছবি: গার্গী মজুমদার