ভুলো মন, খিটখিটে গোয়েন্দা হতে চলেছেন ঋত্বিক
RBN Web Desk: গোয়েন্দা গল্প বাঙালির চিরকালের প্রিয়। নানা ধরনের গোয়েন্দা নিয়ে বাংলা সাহিত্যও সমৃদ্ধ হয়েছে যুগে-যুগে। তবে গোয়েন্দা হলেই সে সবদিক দিয়ে নিখুঁত হবে এমনটা বর্তমান সময়ে ঠিক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। তাই এ যুগের গোয়েন্দারা চারিত্রিক হাজারটা দোষ নিয়েও সফলভাবে তদন্ত শেষ করে। তেমনই এক গোয়েন্দাকে নিয়ে এবার ওয়েব সিরিজ় করতে চলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সিরিজ়ের নাম ‘গোরা’। নামভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী।
গোরা চরিত্রটি কেমন?
গোয়েন্দা হলেও গোরা একেবারেই অন্যরকম। গোয়েন্দা বলতেই যে সুপারহিরোর ছবিটা সবার চোখের সামনে ভেসে ওঠে গোরা ঠিক তার উল্টো। সে সাংঘাতিক ভুলো মনের, খিটখিটে স্বভাবের এক গোয়েন্দা। এতটাই ভুলো যে ডিটেকশনের ক্লুও মনে রাখতে পারে না। আবার একটা মাত্র খুন হলে সে খুনের তদন্ত গোরা কখনওই করবে না। সে সিরিয়াল কিলার স্পেশালিস্ট। তার বন্ধু সারথি তাকে অনেক কাজেই সাহায্য করে। গোরা ড্রাইভিং জানে না। তাই তার গাড়ি সারথিই চালায়।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
গোরা চরিত্রের মধ্যে হিউমার মিশে থাকলেও, গল্পটা সিরিয়াস রহস্য কাহিনীর ওপরেই গড়ে উঠবে বলে জানালেন সায়ন্তন। সারথির ভূমিকায় থাকবেন সুহোত্র মুখোপাধ্যায়। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন ঈশা সাহা।
বাংলা সাহিত্যে এমনিই গোয়েন্দার ছড়াছড়ি। এর মধ্যে আরও একজন গোয়েন্দার আবির্ভাব নতুন কী যোগ করবে?
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
“চিরাচরিত গোয়েন্দার স্টিরিওটাইপটা ভেঙে দেবে গোরা,” দাবি সায়ন্তনের। “নানা দোষেগুণে মিলিয়ে সে একজন সাধারণ মানুষ। অথচ সে সিরিয়াল কিলিংয়ের ঘটনার তদন্ত করে।”
গোরার এই স্বাতন্ত্র্যই তাকে দর্শকদের কাছে প্রিয় করে তুলবে বলে মনে করেন সায়ন্তন। ‘গোরা’র কাহিনীকার সাহানা দত্ত।
“ঋত্বিককে ভেবেই গোরা চরিত্রটা লেখা হয়েছিল,” রেডিওবাংলানেট-কে জানালেন সায়ন্তন। “ও রাজি না হলে সিরিজ়টাই করতাম না। পরপর কয়েকটা সিজ়নে গোরার বেশ কয়েকটা গল্প আসবে।”
প্রথম সিজ়়নের শ্যুটিং প্রায় শেষের মুখে। আট পর্বে এই প্রথম সিজ়ন হইচই প্ল্যাটফর্মে আসবে এই শীতে।