শহরে পরীক্ষামূলক ছবির উৎসব
RBN Web Desk: পুজো পার্বণের পালা শেষ। বড়দিন আসতেও অনেকটা দেরি। এরই মাঝে কলকাতা মেতে উঠছে এক নতুন উৎসবের আনন্দে। আগামীকাল থেকে ইমামি সংস্থার উদ্যোগে শহরে শুরু হতে চলেছে এক পরীক্ষামূলক ছবির উৎসব। পাঁচদিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে থাকবে একাধিক আঞ্চলিক ভাষার ছবি।
২০২০ সালে করোনা মহামারীর সময় লকডাউনে থমকে গিয়েছিল রোজকার জীবন। ক্ষতিগ্রস্ত হয় চলচ্চিত্র জগতও। সেই সময় সাধারণ মানুষের জন্যেই শুরু হয় উৎসব। এবছর একগুচ্ছ ছবির পাশাপাশি থাকবে তিনটি কিউরেটেড অধ্যায় এবং দুটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা। মূলত ছবির ক্ষেত্রে সমসাময়িক কাজে কেন্দ্রীয় এবং পার্শ্ববতী পরিবর্তনের মাঝখানে যে ব্যবধান থাকে, তাকে দূর করাই এই উৎসবের উদ্দেশ্য। এর ফলে অনেক নতুন পরিচালক নিজেদের ভাবনাকে ছবির মাধ্যমে ব্যক্ত করে দর্শকদের সামনে আনতে পারবে বলে সংস্থাটি মনে করে।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
উৎসবের অন্যতম কর্ণধার রিচা আগরওয়াল জানালেন, “এই চলচ্চিত্র উৎসবকে ঘিরে আমি ভীষণ উচ্ছ্বসিত। নিজে শারীরিকভাবে এই অনুষ্ঠানে থাকতে না পারলেও, মনে প্রাণে বিশ্বাস করি এই উৎসবে নির্বাচিত হওয়া প্রতিটি ছবি দর্শকের মনোগ্রাহী হবে।”
৯ থেকে ১৩ নভেম্বর ইমামি আর্ট প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই পরীক্ষামূলক চলচ্চিত্র উৎসব।
ছবি: দেবরাজ নাইয়া পরিচালিত ‘বীজাঙ্কুর’ থেকে