এই প্রথম কোনও স্বল্পদৈর্ঘ্যের ছবিতে পাওলি
RBN Web Desk: এই প্রথম কোনও স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে চলেছেন পাওলি দাম। অর্জুন দত্ত, শিলাদিত্য মৌলিক এবং ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায় তৈরি হচ্ছে হিন্দি ছবি ‘থ্রি কোর্স মিল’। এই ছবিতে অর্জুন পরিচালিত ‘বিরিয়ানি’তে থাকছেন পাওলি। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন কান সিং সোধা এবং এম কে রায়না।
“বহুদিন ধরেই অর্জুনের সঙ্গে কাজ করার কথা হচ্ছিল। অবশেষে সেই সুযোগ এল। আসলে ছবির চিত্রনাট্যটা ভীষণ ইন্টারেস্টিং। আমি মাঝেমাঝেই কোনও ছবি মুক্তির আগে বলে থাকি যে এ ধরণের চরিত্র আগে করিনি। কারণ আমি সত্যিই এমন একটা কাজ করতে চাই যেটা সবার থেকে আলাদা। এখনও পর্যন্ত যে ক’টি চরিত্র করেছি, ‘বিরিয়ানি’ সত্যিই ভিন্নরকম,” জানালেন অভিনেত্রী।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
‘থ্রি কোর্স মিল’ নামের মধ্যেই রয়েছে খাবারের গন্ধ। খাবার এবং তার সঙ্গে ডার্ক ফ্যান্টাসি, এই মেলবন্ধনটাই ‘থ্রি কোর্স মিল’-এর মূল উপাদান।
‘থ্রি কোর্স মিল’-এ একমাত্র শিলাদিত্যর ‘বেবি ফুড’-এর শুটিং শেষ হয়েছে। তিনটি কাহিনীতেই থাকছেন হিন্দি ছবির বেশ কয়েকজন পরিচিত মুখ। ইন্দ্রাশিসের ‘রেড ভেলভেট’-এ অভিনয় করছেন সুষমা দেশপান্ডে, জয় সেনগুপ্ত, অনুভব কাঞ্জিলাল, অনন্যা সেনগুপ্ত এবং দেবপ্রিয় মুখোপাধ্যায়। অন্যদিকে শিল্যাদিত্য পরিচালিত ‘বেবি ফুড’-এ রয়েছেন শ্বেতা বসু প্রসাদ ও অনির্বাণ চক্রবর্তী।
এপ্রিল থেকে শুরু হবে ‘বিরিয়ানি’র শুটিং।
ছবি: প্রবুদ্ধ নিয়োগী