আসবে তৃতীয় পর্ব, ইঙ্গিত সানির
RBN Web Desk: ‘গদর ২’-এর পর এই সিরিজ়ের তৃতীয় পর্ব আনার ইঙ্গিত দিলেন সানি দেওল। ২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ‘গদর’। ছবির কেন্দ্রীয় চরিত্র তারা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিশা পটেল, অমরীশ পুরী ও বিবেক শক। বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছিল সেই ছবি।
‘গদর’ মুক্তির বাইশ বছর পর, ১১ আগস্ট প্রেক্ষাগৃহে এসেছে ‘গদর ২’। এবারও তারার চরিত্রে রয়েছেন সানি। রয়েছেন অমিশাও। নির্মাতাদের মুখে হাসি ফুটিয়ে ইতিমধ্যেই বক্স অফিসে ₹৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।
আরও পড়ুন: সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন ঋতুপর্ণা
সম্প্রতি এক অনুষ্ঠানে ‘গদর ৩’-এর সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে অনিল বলেন, একটু ধৈর্য ধরুন।
এদিকে গতকাল সানিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওটাও আসবে।”