স্কেচ কমেডি সিরিজ়ে দেবরাজ, কৌশানী, সবুজ
RBN Web Desk: দর্শকের মুখ হাসি ফোটানোর জন্য স্কেচ কমেডি বহুল প্রচলিত মাধ্যম। বিভিন্ন রিয়্যালিটি শো বা ইউটিউব চ্যানেলে এই ধরনের স্কেচ কমেডি প্রায়ই দেখা যায়। তাই স্কেচ কমেডি নিয়ে এই বাংলায় তৈরি হচ্ছে ওয়েব সিরিজ় ‘নাটক করিস না তো!’
থিয়েটারের আঙ্গিকে নির্মিত এই সিরিজ়ের লেখক ও পরিচালক সৌমিত দেব। পাঁচ পর্বের এই সিরিজ়ের একেকটি পর্বে থাকবে তিনটি করে স্কেচ। অভিনয় করেছেন আভেরি সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতী সিংহ, জয়তি চক্রবর্তী, সুস্নাত ভট্টাচার্য, কৌশানী মুখোপাধ্যায়রা। থাকছেন দেবরাজ ভট্টাচার্যও। এর আগে ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন এই নাট্যব্যক্তিত্ব। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ব্যোমকেশের সিরিজ়েও তাঁকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়।
আরও পড়ুন: আবারও ইন্দ্রদীপের ছবিতে কৌশিক
সিরিজ়ের চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন দীপ্যমান ভট্টাচার্য, সম্পাদনায় কৌস্তুভ সরকার।
সৌমিত জানালেন, “এখানে আমরা ক্যানড লাফটার মতো সাবেকি কিছু কমেডির টুল ব্যবহার করেছি। আমাদের চারপাশের নানা পরিস্থিতি থেকেই স্কেচের বিষয়গুলো উঠে এসেছে। পরীক্ষামূলকভাবে নির্মিত এই সিরিজ়টি দর্শকদের ভালো লাগবে আশা করি।’
এ মাস থেকেই ক্লিক ওটিটিতে দেখা যাবে এই সিরিজ়।