সুচেতা চক্রবর্তীর মৃত্যু, টালিগঞ্জে শোকের ছায়া
RBN Web Desk: সুচেতা চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া টালিগঞ্জে। ১৫ আগস্ট কলকাতার এক বেসরকারী হাসপাতালে প্রয়াত হন কর্কট রোগে আক্রান্ত একসময়ের জনপ্রিয় এই টেলিভিশন অভিনেত্রী। জয়া ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে দর্শকদের মাঝে সমাদর আদায় করে নিয়েছিলেন সুচেতা। কিন্তু অভিযোগ, শেষ সময়ে পাশে ছিলেন না পরিবারের কেউই।
টেলিভিশন ছাড়াও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন সুচেতা। পলাতক, দিওয়ানা, দেবা, একটু ভালবাসার জন্য, ও আরও অনেক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাঁকে। ছোট পর্দায় আঁচল, কে তুমি নন্দিনী, বিকেলে ভোরের ফুল, জড়োয়ার ঝুমকো, খেলা, সৌভাগ্যবতী, ও বেনেবউ তার উল্লখযোগ্য ধারাবাহিক।
জয়া ধারাবাহিকে সুচেতার সহ-অভিনেত্রী ছিলেন সুদীপ্তা চক্রবর্তী। সংবাদমাধ্যমকে বললেন, “খুব হাশিখুশি মানুষ ছিলেন সুচেতাদি। জয়া-তে আমার মাসির চরিত্রে অভিনয় করেন। চলে যাবেন জানতাম কিন্তু তবুও মেনে নিতে কষ্ট হচ্ছে। বিকেলে ভোরের ফুল-এ শেষবার একসাথে কাজ করি আমরা।”
নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার
চুটিয়ে থিয়েটারে করতেন সুচেতা। কিছুদিন আগে অভিনয়ও করেছিলেন। কিন্তু অসুস্থ শরীর মঞ্চে অভিনয়ের ধকল নিতে পারছিল না। একটি নাচের স্কুলও ছিল তার। ছাত্রছাত্রীর সংখ্যা ভালোই। এছাড়া শহরে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনার কাজেও দেখা যেত তাকে।
গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
পলাতক ছবিতে সুচেতার সঙ্গে কাজ করা মৌসুমী দাস বললেন, “খুব চনমনে মানুষ ছিলেন সুচেতাদি। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল আমাদের। ঠিক তার আগের দিনই কোমোথেরাপি করে বাড়ি ফিরেছেন। সুন্দর সেজে এসেছিলেন অনুষ্ঠান বাড়িতে। দারুণ লাগছিল দেখতে। বললেন, চল নতুন কোনও কাজ শুরু করি। কোনওদিন শ্যুটিং ফ্লোরে নিজের অসুস্থতা নিয়ে কোনও অভিযোগ করেননি। সদা হাস্যমুখ ছিলেন।”
অভিনেতা গৌরব রায়চৌধুরী বললেন, “আমার সাথে সুচেতাদির আলাপ বছর পাঁচেক আগে। তার কিছুদিন আগেই ওর ক্যানসার ধরা পড়েছে। নিজে জানাননি কোনওদিন। শ্যুটিং সেটে জানতে পারি একদিন। এক অদম্য হার না মানা মানসিকতা ছিল সুচেতাদির।” কাছে আয় সই ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন দুজনে।