ময়ূরপঙ্খীতে সওয়ার সোহিনী গুহ রায়
RBN Web Desk: রেশম ঝাঁপি ধারাবাহিক দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবন। খুবই জনপ্রিয় হয় এই ধারাবাহিকটি এবং দর্শক মনে জায়গা করে নেন সোহিনী গুহ রায় । অভিনয়ের পাশাপাশি সমানতালে পড়াশোনাও চালিয়ে যেতেন এই ম্যানেজমেন্ট ছাত্রী। একটা সময় স্টডিয়োতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিতেন সোহিনী।
সেই সোহিনীকেই এবার দেখা যাবে ময়ূরপঙ্খী ধারাবাহিকে। নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। চ্যালেন সূত্রের খবর, দুর্গা পুজোর প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ময়ূরপঙ্খী।
ভূতবন্দীর খেলা ধনকুঁন্দরা
এবারে সোহিনীর নায়কের ভূমিকায় থাকছেন সৌম্য মুখোপাধ্যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ় হোলি ফাক-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌম্য। এছাড়াও ছোট পর্দার অনেক প্রতিষ্ঠিত শিল্পীরা অভিনয় করছেন এই ধারাবাহিকে।
সম্প্রতি এই একই চ্যানেলে শুরু হয়েছে ইরাবতীর চুপকথা ধারাবাহিকটি যেখানে দীর্ঘদিন পর আবার ছোট পর্দায় কোনও মুখ্য চরিত্রে ফিরলেন অভিনেত্রী মনামী ঘোষ।