শেষের পথে গোপাল ভাঁড়, দেড় ঘন্টার অন্তিম পর্বে বিশেষ চমক

RBN Web Desk: শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক গোপাল ভাঁড় । ১৯ আগস্ট সম্প্রচারিত হবে অন্তিম পর্ব। চ্যানেল সূত্রের খবর, এই মহাপর্ব হবে দেড় ঘন্টার আর তাতে থাকছে বেশ বড় চমক।

প্রচলিত গল্প অনুযায়ী, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন গোপাল ভাঁড়। সাংঘাতিক রসিক ছিলেন তিনি। হাস্যরসে ভরিয়ে রাখতেন সভাকক্ষ। একই সাথে তীক্ষ্ণ বুদ্ধিও ছিল তাঁর। জাতে নাপিত হলেও কোনওদিনই ক্ষৌরকর্ম করেননি গোপাল। রাজসভায় বিশেষ সমাদর পেতেন তিনি।

নীরবতার মাঝে অন্য প্রেমের ছবি, মুক্তি পেল টিজ়ার

গোপাল ভাঁড় ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে অভিনেতা রক্তিম সামন্ত। ছোটদের কথা ভেবে এই ধারাবাহিক শুরু হলেও, বড়দের মাঝেও তা সমান জনপ্রিয় হয়ে ওঠে। তবে ইদানিং মেগা-ধারাবাহিক অনন্তকাল টেনে নিয়ে যাওয়ার পক্ষপাতি নয় কোনও চ্যানেলই। কমবেশি এক বছরের মধ্যেই ইতি টেনে দেওয়া হয় সব ধারাবাহিকই। তাই গোপাল ভাঁড়ও ব্যতিক্রম নয়।

মনে রাখার মত করে ধারাবাহিকটি শেষ করার জন্য শেষ পর্বে থাকছে রসের যুদ্ধ। কৃষ্ণচন্দ্রের আমন্ত্রণে দেশের বিভিন্ন রাজ্য থেকে রসরাজরা আসবেন তাঁর সভায়। শুরু হবে রসের লড়াই। আর এই লড়াই দিয়েই শেষ হবে ধারাবাহিকটি।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *