পৃথিবীকে নবজীবনের বার্তা, তথাগতর ছবিতে ২৬ জন অভিনেতা
RBN Web Desk: করোনার গ্রাসে গৃহবন্দী গোটা পৃথিবী। এ এমন এক আতঙ্ক যা একই সূত্রে বেঁধে ফেলেছে সব মানুষকে। তবু এই বিশ্বজোড়া মারণ ভাইরাসের দৌরাত্ম্যকে কেউ-কেউ অন্যভাবে দেখছেন। প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে না তো? এই ভাবনাকেই কাজে লাগিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়ে ফেলেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। তাঁর ১১ মিনিটের ছবি ‘স্ট্রিপড’-এ অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, চৈতী ঘোষাল, রজতাভ দত্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, মৌলি গঙ্গোপাধ্যায়, অদিতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, জয়জিত বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিবৃতি চট্টোপাধ্যায় সহ ২৬ জন অভিনেতা। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ময়ূখ ভৌমিক, কবিতায় কন্ঠ সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের। ছবিটি সম্পাদনা করেছেন উত্তরণ দে।
“এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যা চলছে তাকে হিউম্যান ক্যাটস্ট্রফি বলা যায়,” রেডিওবাংলানেট-কে বললেন তথাগত। “মানুষ যথেচ্ছভাবে প্রকৃতিকে নষ্ট করেছে, কারণ তারা ছিল খাদ্য শৃঙ্খলের সবচেয়ে ওপরে। আজ এই অবস্থার মধ্যে দিয়ে আমরা ক্রমশ একটা সমতার দিকে এগোচ্ছি। ধর্ম যা মানুষকে শেখাতে পারেনি, এই ভাইরাস তা শিখিয়ে দিয়েছে। সমাজের সব স্তরের মানুষ আজ একই ভয়ে ভীত। প্রকৃতি নিজেকে পুনরায় বিশুদ্ধ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকেই আমি আমার ছবির বক্তব্যটা রাখতে চেয়েছি। করোনার আগে ও পরে পৃথিবীর অবস্থাকে স্বল্প পরিসরে দেখতে চেয়েছি ছবির মাধ্যমে।”
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
লকডাউন অবস্থায় এই ছবি কীভাবে সম্ভব হলো? “আমি যখনই বেড়াতে যাই তখন নানারকম ভিডিও তুলে রাখি,” বললেন তথাগত। “এটা আমার শখ। সেগুলোকে একসঙ্গে করে করোনার আগের পৃথিবী, জীবনের নানা রূপকে দেখিয়েছি। আমার অভিনেতা বন্ধুরা প্রত্যেকে তাঁদের বাড়ি থেকেই ভিডিও শুট করে পাঠিয়েছেন। আমিও আমার বাড়ির বারান্দা আর ছাদে শুট করেছি। ছবিতে কোনও সংলাপ থাকছে না।”
জ়িরো বাজেটের ছবি হলেও ‘স্ট্রিপড’ ইনডোর ফিল্ম নয়। এমনও নয় যে ছবিতে করোনা থেকে মুক্তির কথা বলা হচ্ছে। “এই ছবিতে খরচের কোনও জায়গাই ছিল না। তাই এই প্রযোজনার নাম দিয়েছি ‘লকডাউন প্রোডাকশন’। মানুষকে ছাড়াও পৃথিবী চলবে কিন্তু পৃথিবীকে ছাড়া মানুষের চলবে না। এই সারসত্যটা আমরা বুঝিনি বলেই আজ সমস্ত পৃথিবী যখন সুস্থ হয়ে উঠছে তখন একমাত্র মানুষের দিন কাটছে আতঙ্কে। আফ্রিকার ফ্লেমিংগো লেক পুরো গোলাপি হয়ে থাকতো। এখন নভি মুম্বইয়েও ফ্লেমিংগো আসছে। কারণ প্রকৃতি নতুন করে বেঁচে উঠছে। আমাজ়ন রেনফরেস্ট দেখে, আন্টার্কটিকায় বরফ গলা দেখে আমরা সাবধান হইনি। প্রকৃতি কিন্তু সাবধান করেছিল আমাদের, আমরা শিক্ষা নিইনি। এই অবস্থা কেটে গেলে আমরা নতুন কিছু শিখব কি? সেই ভাবনা থেকেই আমরা ছবিটা বানিয়েছি” জানালেন তথাগত।
আজ বিকেলে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেতে চলেছে ‘স্ট্রিপড’।