যৌনকর্মীদের সম্মাননায় ‘সৃষ্টি’
কলকাতা: তাঁদেরই আঙিনার মাটি দিয়ে গড়া শুরু হয় দুর্গা প্রতিমা, অথচ সমাজের মূলস্রোতে তাঁরাই ব্রাত্য। ইদানিং তাঁদের জন্য বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ হলেও, যৌনকর্মীদের মঞ্চে ডেকে সম্মাননা প্রদানের নজির শহরে সম্ভবত আগে হয়নি। সেই কাজটিই সম্প্রতি করে দেখাল সৃষ্টি ডান্স অ্যাকাডেমি। ১০ জন যৌনকর্মীকে সম্মাননা জানানোর মাধ্যমে এই সংগঠন উদযাপন করল তার অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী।
সংস্থার কর্ণধার ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায় জানালেন, “দশভূজা দুর্গারূপে আমি এঁদের সম্মান দিতে চেয়েছিলাম। আমার দুই কাছের মানুষ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ও দেবিকা মুখোপাধ্যায় এবং আরও অনেকের সঙ্গেই আমি এই নিয়ে আলোচনা করেছিলাম। তাঁরা আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন।”
অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ইন্দ্রাণী ও তাঁর অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা। দুর্গার অসুর নিধন পর্বটি মঞ্চে তুলে ধরেন তাঁরা।
আরও পড়ুন: সত্যজিতের তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম: মাধবী
দেবিকা বলেন, “নাচের পাশাপাশি ইন্দ্রাণী সারা বছরই বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রাখে। আজকে সেরকমই একটা দিন। যৌনকর্মীরা আজও সমাজে বঞ্চিত। তাঁদের কয়েকজনকে অন্তত সম্মানটা দিতে পেরেছে ইন্দ্রাণী। এটা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।”
অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় মল্লার ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, শতরূপা সান্যাল, সায়ন্তনী গুহঠাকুরতার মতো নিজ ক্ষেত্রে গুণী মানুষদেরও।
ছবি: প্রতিবেদক