সত্যজিতের তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম: মাধবী
RBN Web Desk: পরিচালক সত্যজিৎ রায়ের তিনটি ছবিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি, জানালেন বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সত্যজিতের পরিচালনায় ‘মহানগর’ (১৯৬৩), ‘চারুলতা’ (১৯৬৪) ও ‘কাপুরুষ ও মহাপুরুষ’ (১৯৬৫) ছবিতে অভিনয় করেছিলেন মাধবী।
সম্প্রতি জনপ্রিয় এক বাংলা দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে মাধবী জানালেন, ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নায়ক’ ছবিতে তাঁকে অদিতির চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন সত্যজিৎ। ‘কাপুরুষ’-এর শ্যুটিং চলাকালীনই সত্যজিৎ তাঁকে জানান যে উত্তমকুমার, সুমিতা সান্যাল ও ভারতী দেবীকে নিয়ে ছবি করতে চলেছেন তিনি। মূল নারী চরিত্রের জন্য মাধবীকেই চেয়েছিলেন ‘পথের পাঁচালী’র পরিচালক। তবে ততদিনে মাধবী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে সত্যজিতের ছবিতে আর কাজ করবেন না। দুজনের সম্পর্কে অনেক তিক্ততা ও জটিলতা এসে গিয়েছিল যেগুলো অতিক্রম করে কাজ করা সম্ভব হতো না, বললেন মাধবী।
আরও পড়ুন: বিক্রমের সঙ্গীতে বাবার সৃষ্ট সুর বাজাবেন অনুষ্কা
‘নায়ক’ ছবিতে অদিতির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পায় এই ছবি।
এর পরে মাধবীকে ‘অশনি সংকেত’-এ গঙ্গাচরণের স্ত্রী অঙ্গনা ও ‘ঘরে বাইরে’ ছবিতে নিখিলেশের স্ত্রী বিমলার চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন সত্যজিৎ। মাধবীর দাবী, সত্যজিৎ জানতেন যে তিনি রাজি হবেন না। অঙ্গনা ও বিমলার ভূমিকায় শেষ পর্যন্ত অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী ফরিদা আখতার (ববিতা) ও স্বাতীলেখা সেনগুপ্ত।