প্রেম ও বিজ্ঞানের মিশেলে ছবি, গান শোনাল টিম ‘X=প্রেম’
RBN Web Desk: সিরিয়াল কিলিং, গোয়েন্দা, থ্রিলার, প্রস্থেটিক মেকআপ, ডার্ক চরিত্র এইসব নিয়ে শেষ ক’বছর ধরে কাজ করার পর অবশেষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়ে ফেলেছেন একটি ভালোবাসার ছবি, নাম ‘X=প্রেম’। ছবিতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক ও শ্রুতি দাস। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে ছবির গান শোনাল টিম ‘X=প্রেম’।
ছবির কাহিনী খিলাত, অর্ণব, জয়ী ও অদিতি এই চারজনকে নিয়ে। চার মেরুর এই চারজন মানুষকে একটিমাত্র সূত্রে এক করা যায়। আর সেই সূত্র হলো ভালবাসা, বা প্রেম। আগাগোড়া রোমান্টিক এই ছবিতে গানের একটা বড় ভূমিকা থাকছে। মোট ছ’টি গান থাকছে ছবিতে। সুর করেছেন নবাগত সুরকার সানাই। ছবির গানগুলি লিখেছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী, বারিশ ও সৃজিত নিজে। গানগুলি শোনা যাবে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিংহ, সাহানা বাজপেয়ী ও স্যমন্তক সিংহের কণ্ঠে।
আরওপড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
সৃজিতের ছবিতে প্রথম থেকেই গানের ভূমিকা খুব বেশি ছিল। “‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’, ‘হেমলক সোসাইটি’, ‘মিশর রহস্য’ এই সব ছবিতে গান একটা বড় জায়গা জুড়ে থেকেছে,” বললেন সৃজিত। “তারপর আমি নিজেই থ্রিলার জাতীয় ছবিতে বেশি জড়িয়ে পড়লাম। ফলে শেষ কয়েকটা ছবিতে গান সেভাবে ব্যবহার করা হয়নি। এই ছবিটা রোমান্টিক তো বটেই, তার সঙ্গেই আমার কলেজ জীবনে দেখা ও জানা অনেক বিষয়ও রয়েছে। বলা ভালো, নিজের জীবনের অনেক কিছুকে এক করে তার নির্যাসটা নিয়ে আমি এই ছবিটা বানিয়েছি। ভালোবাসা আর বিজ্ঞানকে মিলিয়ে দেবে এই ছবি। সানাই অসামান্য সুর করেছে। ছবির প্রত্যেকটা গান মন ছুঁয়ে যাবে।”
১৩ মে মুক্তি পাচ্ছে ‘X=প্রেম’।