পঙ্কজজী আমাকে এক অন্য ভারতবর্ষের সন্ধান দিয়েছেন: সৃজিত

কলকাতা: অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কাছে তিনি এক অন্য ভারতবর্ষের সন্ধান পেয়েছেন বলে জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গতকাল শহরে তাঁর পরবর্তী ছবি ‘শেরদিল’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বললেন সৃজিত। ছবিতে গঙ্গারাম নামক চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ।

“আমি প্রায় পুরোটাই শহুরে,” বললেন সৃজিত। “পঙ্কজজীর সঙ্গে আলাপ না হলে আমি এই অন্য ভারতবর্ষ সম্পর্কে জানতে পারতাম না। উনি সেই ভারতবর্ষটা চেনেন বলেই বেশ কয়েকটি দৃশ্য আমাদের একটু অন্যভাবে শ্যুট করার পরামর্শ দিয়েছেন বা সংলাপ পরিবর্তন করেছেন কারণ বাস্তবে সেরকমই হয়। উনি আক্ষরিক অর্থেই একেবারে মাটির মানুষ। যে গ্রাম্য জীবন আমাদের ছবিতে রয়েছে, উনি নিজে সেই জীবনটা বেঁচেছেন। গঙ্গারাম চরিত্রটি নির্মাণে ওঁর প্রচুর অবদান আছে।”

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

অবাধ নগরায়ণ, বন্যপ্রাণী-মানুষ সংঘাত এবং নিদারুণ দারিদ্র কীভাবে একটি মানুষের জীবন বদলে দেয়, সেই কাহিনীই উঠে আসবে ‘শেরদিল’-এ। বাঘের আক্রমণে মারা গেলে মিলবে সরকারী ক্ষতিপূরণ। তাতে গ্রামের পরিবারগুলি উপকৃত হবে। তাই বাঘের হাতে প্রাণত্যাগ করার লক্ষ্যে জঙ্গলে প্রবেশ করে গঙ্গারাম।

পঙ্কজের সঙ্গে কথা বলেই ছবিটি একটি সামাজিক প্রহসন হিসেবে তৈরি করেছেন বলে জানালেন সৃজিত।

আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

“জীবনে অর্ধেকের বেশি সময় আমি গ্রামে কাটিয়েছি। বাঁচার লড়াই যে কী তীব্র হতে পারে তা আমার নিজের চোখে দেখা। তাই গঙ্গারাম চরিত্রটিকে আত্মস্থ করতে আমাকে আলাদাভাবে পরিশ্রম করতে হয়নি,” বললেন পঙ্কজ।

“কাজের ফাঁকে আমরা প্রকৃতি, রাজনীতি, সঙ্গীত, জীবন দর্শন ও আরও নানা বিষয়ে কথা বলতাম। কখনও মনে হয়নি আমি একজন তারকা শিল্পীর সঙ্গে কাজ করছি,” বললেন সৃজিত।

পঙ্কজ ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সায়নী গুপ্ত ও নীরজ কবি। নীরজকে এক চোরাশিকারীর ভূমিকায় দেখা যাবে।

২৪ জুন মুক্তি পেতে চলেছে ‘শেরদিল।’




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *