এই বয়সে সাফল্য বা ব্যর্থতা বিচলিত করে না: টোটা
‘রকি অউর রানী কি প্রেম কহানি’র সাফল্য কোনওভাবেই তাঁর মাথা ঘুরিয়ে দেয়নি, বরং তিনি একইরকম আছেন বলে দাবি করলেন পুষ্পরাগ টোটা রায়চৌধুরী। মাত্র কয়েক মাস আগেই করণ জোহরের হিন্দি ছবিতে করা কাজ তাঁকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা, কাঙ্ক্ষিত স্টারডম। অথচ সেই নৃত্যশিক্ষক চন্দন চ্যাটার্জির চরিত্র হয়তো ধাক্কা দিতে পারত তাঁর গত কয়েক বছরে তৈরি করা অন্যতম প্রিয় ফেলু অবতারে।
রকি-রানীর পরবর্তী জীবনে কতটা পরিবর্তনের আঁচ পাচ্ছেন তিনি? “আমার কিছুই পাল্টে যায়নি” রেডিওবাংলানেট-কে বললেন টোটা। “যেসব মানুষের সঙ্গে আমার ওঠাবসা ছিল সেটা তেমনই আছে। যাঁরা শুরু থেকে আমাকে দেখেছেন, তাঁরা বলতে পারবেন আমি ঠিক সেরকমই আছি যেমন আগে ছিলাম। তাঁরা কী ভাবছেন আমার জানা নেই। তবে আমি সত্যিই আগের মতোই আছি, একটুও পাল্টে যাইনি। আসলে এই বয়সে এসে সাফল্য বা ব্যর্থতা খুব একটা বিচলিত করে না।”
আরও পড়ুন: এত ‘অরণ্য’ কেন?
বাঙালির আইকনিক গোয়েন্দা-চরিত্রে সবে পসার জমাচ্ছেন এমন সময় একজন পুরুষ নৃত্যশিল্পীর চরিত্রের প্রস্তাব আসে দেশের অন্যতম নামি কমার্শিয়াল ছবির পরিচালকের থেকে। কতটা চিন্তায় পড়েছিলেন তিনি? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টোটা জানালেন, “চ্যালেঞ্জ নিতে আমার কোনওদিনই ভয় করে না। আগেও তাই ছিল, এখনও তাই। একটা আলাদা ছবি, আলাদা চরিত্র, এভাবেই দেখেছিলাম আমি। আর আমার মনে হয় না নতুন প্রজন্মের দর্শক অভিনেতাকে কোনও একটা ইমেজে বন্দী দেখতে ভালোবাসেন। বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে দর্শক এখন তার প্রিয় অভিনেতাকে নানারকম চরিত্রে দেখতে চান। ফলে আমাদের পক্ষে ব্যাপারটা সুবিধাজনক হয়ে গেছে। কোনও নতুন চরিত্রে ঢোকার আগেই অন্তত এই ভাবনাটা আসে না যে দর্শক কীভাবে নেবেন!”
আরও পড়ুন: আবারও বাংলা ছবিতে রাখী
চরিত্র যেমনই আসুক, যদি চিত্রনাট্য ভালো হয় এবং সেখানে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয় তাহলে সেই কাজ করতে অসুবিধা নেই বলে জানালেন টোটা। “মুম্বইতে নানারকম কাজ করছি। চরিত্রগুলো অবশ্যই অন্য ধরনের এবং যতটা পারছি কাজের মধ্যে বৈচিত্র্য রাখার চেষ্টা করছি। পরিচালক যদি আমার ক্ষমতা বুঝে চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে কোনও চরিত্রের জন্যই নিজেকে প্রস্তুত করতে আমার বাধা নেই,” অকপট জবাব টোটার।