‘গুমনামী’ না দেখে মন্তব্য নয়, জানিয়ে দিল ফরওয়ার্ড ব্লক

কলকাতা: সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘গুমনামী’ দেখে তবেই এ ব্যাপারে মন্তব্য করবে বলে জানিয়ে দিল ফরওয়ার্ড ব্লক। নেতাজী সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে এই ছবি পরিচালনা করেছেন সৃজিত। আজ সকালেই মুক্তি পায় ‘গুমনামী’র ট্রেলার। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী

তবে রাজ্যের একাধিক জায়গায় ফরওয়ার্ড ব্লক এই ছবির বিরোধিতা করে বিক্ষোভ দেখিয়েছে বলে খবরে প্রকাশ। সেই পরিপ্রেক্ষিতেই আজ শহরে দলের প্রধান কার্যালয়ে ট্রেলারটি প্রদর্শনের ব্যবস্থা করেন সৃজিত। পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য বরুণ মুখোপাধ্যায়, বসু পরিবারের সদস্যদের একাংশ, নেতাজী বিষয়ক গবেষক পূরবী রায় ও অন্যান্যরা।

নরেন জানান, “‘গুমনামী’ মুক্তির দিন আমাদের তরফ থেকে ২০ সদস্যের একটি দল ছবিটি দেখবে। তারপর শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা এই ছবি সম্পর্কে আমাদের অবস্থান জানাব। তবে নেতাজী সংক্রান্ত তিনটি তত্ত্বের কোনওটাই—বিমান দুর্ঘটনা, রাশিয়াতে মৃত্যু বা গুমনামী বাবা—আমাদের দল সমর্থন করে না।”

আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ

১৯৯৯ সালে আদালতের নির্দেশে নেতাজীর অন্তর্ধান রহস্য অনুসন্ধানের জন্য গঠিত হয় এক সদস্যের মুখার্জী কমিশন। এই কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করেই ‘গুমনামী’ পরিচালনা করেছেন সৃজিত।

“আমার ছবি কখনওই গুমনামী বাবাকে নেতাজী হিসেবে প্রতিষ্ঠিত করে না,” বললেন সৃজিত। “নেতাজীর অন্তর্ধান সংক্রান্ত যে তিনটি তত্ত্ব শোনা যায়, সেই সবকটিই স্থান পেয়েছে এই ছবিতে। ‘গুমনামী’ মানে গুমনামী বাবা নয়। আমার ছবিতে গুমনামী অর্থ হলো অজ্ঞাত। অর্থাৎ নেতাজীর ঠিক কি হয়েছিল সেটা আমাদের অজানা। সেই জন্যই ছবির এহেন নামকরণ। ছবির নাম ও বিষয় নিয়ে কোনও আপত্তি জানায়নি সেন্সর বোর্ডও। যদি এই ছবিতে গুমনামী বাবাকেই নেতাজী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা হতো, তাহলে ছবির নাম পরিবর্তন করতে বলতেন তাঁরা, এমনটাই আমাকে জানিয়েছে সেন্সর বোর্ড।”

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

২০০৬ সালের ১৭ মে কোনও কারণ ছাড়াই লোকসভায় খারিজ হয়ে যায় মুখার্জী কমিশনের রিপোর্ট।

“তিনটি তত্ত্বের কোনওটিকেই শিলমোহর দেয়নি মুখার্জী কমিশন। আমার ছবিতেও সেটাই দেখানো হয়েছে। কমিশনের রিপোর্টে যা লেখা আছে, তার এতটুকু বেশি এই ছবিতে নেই,” জানালেন সৃজিত।

২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘গুমনামী’।

ছবি: সবুজ দাস

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *