এবার সলমনের ছবি বাংলাদেশে
RBN Web Desk: শাহরুখ খান অভিনীত ‘পাঠান’-এর পর আরও একটি হিন্দি ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ১২ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। প্রথম দিনেই প্রত্যেকটি প্রেক্ষাগৃহের প্রতিটি শো হাউজ়ফুল হয়। ছবিটি টানা হাউজ়ফুল চলতে থাকে একাধিক প্রেক্ষাগৃহে। শাহরুখ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া।
শোনা যাচ্ছে এবার সলমন খান ও পূজা হেগড়ে অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি।
আরও পড়ুন: সৌরভের বায়োপিকে অভিনেতা চূড়ান্ত?
ব্যবসার নিরিখে ‘পাঠান’-এর ধারেকাছেও নেই ‘কিসি কা ভাই কিসি কি জান’। বিশ্বজুড়ে ₹১,১০০ কোটির কাছাকাছি ব্যবসা করেছে ‘পাঠান’। সেখানে ভারতে ২১ এপ্রিল মুক্তিপ্রাপ্ত সলমন খান অভিনীত ছবিটি এখনও পর্যন্ত ₹২০০ কোটিও ছুঁতে পারেনি।
তবে শাহরুখের মতোই সলমনের প্রচুর ভক্ত রয়েছে বাংলাদেশে। সে দেশের সংশ্লিষ্ট মন্ত্রক ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।