ছোট পর্দায় এবার পরিণত বয়সের লোকনাথ
RBN Web Desk: সাধক লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে ইতিমধ্যেই টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে মেগা-ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’। আপাতত এই ধারাবাহিকে শিশু লোকনাথের জীবনই দেখানো হচ্ছে। তবে দর্শকের আগ্রহের কথা মাথায় রেখে পরিণত বয়সের লোকনাথকে নিয়ে শুরু হয়ছে সীমিত পর্বের ‘বারদী-র লোকনাথ’।
শোনা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লোকনাথের অলৌকিক ক্ষমতা আরও বেশি করে প্রকাশ পেতে থাকে। তাই এই সাধকের শেষ ২৭ বছরের ঘটনাবলী দেখানো হবে এই ধারাবাহিকে। একটি জনপ্রিয় বাংলা বিনোদনমূলক চ্যানেলে ‘শ্রী গুরবে নমঃ’ সিরিজ়ের সাম্প্রতিকতম গল্প ‘বারদী-র লোকনাথ’। বাংলার সব সাধকদের জীবনী তুলে ধরা হবে এই সিরিজ়ে।
আলগা করে রাখা হয়েছিল নাক: সন্দীপ রায়
পুরো সিরিজ়টা পরিচালনা করছেন অরিন্দম বসু। লোকনাথের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস গঙ্গোপাধ্যায়। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন শেখর বন্দ্যোপাধ্যায়, দোলন রায়, ও আবির ঘোষ।