গুরুতর অসুস্থ ‘গানওলা’, ভর্তি হাসপাতালে

RBN Web Desk: গুরুতর অসুস্থ প্রবীণ সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। বুকে সংক্রমণ নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ‘গানওলা’। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বিকেল ৩টে নাগাদ তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ওয়ার্ডে তাঁকে ভর্তি করানো হয়েছে।

বুকে সংক্রমণ ছাড়াও সুমনের হৃদ‌যন্ত্রে সমস্যা রয়েছে। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হৃদরোগ এবং মেডিসিন বিভাগের চিকিৎসকেরা সুমনের চিকিৎসা করছেন। এ জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষাও করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে বোর্ডে আরও বিশেষজ্ঞ চিকৎসককে যুক্ত করা হতে পারে।

আরও পড়ুন: প্রচারে অনুপস্থিত দীপিকা

হাসপাতাল সূত্রের খবর, অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন সাংসদ ও জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পীকে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থিতিশীল রয়েছেন সুমন। 

ছবি: উত্তরবঙ্গ সংবাদ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *