দশক পেরোল ‘ইংলিশ ভিংলিশ’, নিলামে শ্রীদেবীর শাড়ি
RBN Web Desk: গৌরী শিন্ডের ছবি ‘ইংলিশ ভিংলিশ’-এ অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছিলেন শ্রীদেবী। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি এক দশক পূর্ণ করল এ বছর। সেই উপলক্ষ্যেই ছবিতে যে শাড়িগুলি শ্রীদেবী পরেছিলেন সেগুলি নিলাম করলেন গৌরী।
সংবাদমাধ্যমকে গৌরী জানিয়েছেন, তাঁর ইচ্ছে ছিল শ্রীদেবীকে নিয়ে ফ্যাশন শো করার। যে ফ্যাশন শো-এ শ্রীদেবী শুধুমাত্র শাড়ি পরবেন। সেই স্বপ্ন অধরাই থেকে গেল। তাই শ্রীদেবীর পরা শাড়িগুলো নিলাম করে কিছুটা হলেও সেই স্বপ্নপূরণের স্বাদ পেতে চেয়েছেন গৌরী।
আরও পড়ুন: সহজ ভাষায় ব্যক্তিস্বাধীনতার ছবি
নিলাম থেকে অর্জিত অর্থ স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গৌরী।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ে সপরিবারে আত্মীয় মোহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই বিলাসবহুল হোটেলের স্নানঘরে বাথটবে ডুবে মৃত্যু হয় তাঁর।