অনেক রূঢ় প্রশ্নের সম্মুখীন হতে হয়: মৌমিতা গুপ্ত
RBN Web Desk: মফঃস্বল বা গ্রামের দিকে শো করতে গেলে তাঁকে হামেশাই অনেক দর্শকের রূঢ় প্রশ্নের সম্মুখীন হতে হয়, এমনটাই জানালেন মৌমিতা গুপ্ত। বর্তমানে ‘নিশির ডাক’ ও ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে অভিনয় করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
বাংলা মেগা-ধারাবাহিকে বেশিরভাগ সময় খল চরিত্রেই অভিনয় করতে দেখা যায় মৌমিতাকে। আর তাই অনেক দর্শকই তাঁর সঙ্গে বেশ রূঢ় ব্যবহার করেন। ‘ছেলেমেয়েদের কেন বাড়ি থেকে বার করে দিচ্ছেন’, বা ‘অমুকের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করছেন’, এরকম প্রশ্ন হামেশাই শুনতে হয় তাঁকে, বললেন মৌমিতা।
ভালো আছেন প্রতুল মুখোপাধ্যায়, গাইলেন ‘আমি বাংলায় গান গাই’
এর আগে ‘সখী’, ‘আদরিণী’, ও ‘স্ত্রী’ ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে দর্শক মহলে।
বাস্তব জীবনে দুই সন্তানের জননী মৌমিতা। তাঁর মেয়ে রিমঝিম গুপ্তও এক সময় অভিনেত্রী ছিলেন। কাজ করেছেন একাধিক বাংলা ছবিতে।