বাঙালি পরিচালকের হাত ধরে মুলায়মের বায়োপিক, মুক্তি পেল ট্রেলার
RBN Web Desk: বাঙালি পরিচালকের হাত ধরে এবার বড়পর্দায় আসছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের বায়োপিক। শুভেন্দু রাজ ঘোষের পরিচালনায় গতকাল মুক্তি পেল ‘ম্যায় মুলায়ম সিং যাদব’-এর ট্রেলার। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন অমিত শেঠী।
বিখ্যাত রাজনীতিবিদদের নিয়ে বায়োপিক কোনও নতুন ব্যাপার নয়। এর আগে মুক্তি পেয়েছে কেতন মেহতার ‘সর্দার’, বিজয় রত্নাকর গুট্টের ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ও ওমাং কুমারের ‘পিএম নরেন্দ্র মোদী’। সেই তালিকায় এবার যুক্ত হলেন মুলায়ম। স্কুল শিক্ষকতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার নানা অজানা কাহিনী নিয়ে শুভেন্দু পরিচালনা করেছেন এই ছবি।
তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হন মুলায়ম। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করতেন তিনি।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
“মুলায়ম সিং যাদবের জীবনের এমন কিছু সত্য ঘটনা এবং তথ্যকে সবার সামনে আনতে পারার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তাঁর জীবনী নিয়ে এই প্রথম কোনও ছবি তৈরি হলো,” জানালেন শুভেন্দু।
‘ম্যায় মুলায়ম সিং যাদব’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিমো চক্রবর্তী, গোবিন্দ নামদেব, মুকেশ তিওয়ারি, জ়ারিনা ওয়াহব, সানা আমিন শেখ ও প্রেমা শেঠী মন্ডল। ছবির চিত্রনাট্য লিখেছেন রশিদ ইকবাল। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শরিব-তোষী। গানের কথা কলিম শেখের।
২ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘ম্যায় মুলায়ম সিং যাদব’।