প্রয়াত রুমা গুহঠাকুরতা
কলকাতা: চলে গেলেন বিশিষ্ট অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা । গতকাল শহরে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বরিষ্ঠ এই শিল্পীর প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
সূত্রের খবর, কয়েক মাস আগে পুত্র অমিত কুমারের বাড়িতে গিয়েছিলেন রুমা। মাস তিনেক সেখানেই ছিলেন তিনি। কয়েকদিন আগেই শহরে ফেরেন ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাত্রী।
যে জন থাকে মাঝখানে
সত্যজিৎ রায় সহ সব প্রথম সারির পরিচালকের ছবিতে অভিনয় করেছিলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। এদের মধ্যে তপন সিংহ, তরুণ মজুমদার, অসিত সেন ও বিজয় বোস অন্যতম। পরবর্তীকালে কাজ করেছেন ভিক্টর ব্যানার্জী, অঞ্জন চৌধুরী, সুজিত গুহ, হরনাথ চক্রবর্তীর মত পরিচালকদের সঙ্গেও।
আজ বিকেলে অমিত কুমার এলেই রুমার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।