শিকাগো পাড়ি দিল কৌশিক-শ্রেয়ার অধ্যায়
RBN Web Desk: শিকাগো পাড়ি দিল ‘তৃতীয় অধ্যায়’। ৮ ফেব্রুয়ারি মুক্তির পর বক্স অফিসে টানা ১০০ দিন অতিক্রম করে মনোজ মিশিগান পরিচালিত এই ছবি। ‘তৃতীয় অধ্যায়’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, অরুণিমা হালদার, অভিজিৎ রায়, সাহেব হালদার, সুরজিৎ মাইতি, অন্তরা দাস ও সৌম্য মজুমদার। একটি বিশেষ চরিত্রে আছেন মনোজ নিজেও।
বাণিজ্যিকভাবে সফল ‘তৃতীয় অধ্যায়’ ৭ সেপ্টেম্বর দেখানো হবে শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। এর আগে দ্বারভাঙা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ছবির পুরস্কার পায় ‘তৃতীয় অধ্যায়’। নাগপুরে আয়োজিত এক্সপ্রেশনস ফিল্ম ফেস্টিভালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় এই ছবি।
আরও পড়ুন: বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
রোমান্টিক থ্রিলার ঘরানার ছবি ‘তৃতীয় অধ্যায়’। ক্রীড়া শিক্ষক কৌশিক (আবির) তার বাবাকে খুঁজতে আসে একটি ছোট শহরে । সেখানে হঠাৎ করেই সে তার পুরনো প্রেমিকা শ্রেয়াকে (পাওলি) দেখতে পায়। শুরু হয় কৌশিকের শ্রেয়াকে নতুন করে খোঁজার পালা। সেখান থেকে ধীরে ধীরে জানা যায় কেন তাদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল, বা আবার সেটাকে ফিরিয়ে আনা সম্ভব কি না। ছবির ন্যারেটিভে সমান্তরালভাবে চলতে থাকে ঋত্বিক (সৌরভ) ও মৌসুমির (অরুনিমা) কাহিনী।