জুতো কিনতে যেতে পারলে সিনেমাহলেও যেতে পারবেন: অভিজিৎ
RBN Web Desk: এই পরিস্থিতিতে মানুষ যদি নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোতে পারেন তাহলে সিনেমাহলেও যেতে পারবেন বলে মনে করেন পরিচালক ও অভিনেতা অভিজিৎ গুহ। সম্প্রতি একটি ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন। করোনা ভাইরাসের দাপটে মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় এ রাজ্যের সমস্ত সিনেমাহল ও মাল্টিপ্লেক্স। ফলে গত সাতমাস ধরে কর্মহীন হয়ে দিন কাটিয়েছেন সিনেমাহল কর্মীরা। মুক্তি পায়নি কোনও ছবি। বাংলা সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত প্রায় সবাই এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অথচ লকডাউনে ও আনলক শুরু হওয়ার পর অজস্র মানুষকে বাজারে গিয়ে মাস্কহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে। সম্প্রতি একটি নামী জুতোর দোকানে পুজোর বাজার করতে আসা মানুষের ভিড়ের ছবি ভাইরাল হয়। “এই অবস্থায় মানুষ যদি দোকানে গিয়ে পুজোর জুতো কিনতে পারেন, কিংবা মাস্ককে দাড়ি বানিয়ে থুতনিতে নামিয়ে বাজারে গিয়ে মাছের দরদাম করতে পারেন, তাহলে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের মধ্যে দূরত্ব রেখে বসে ছবি দেখতে অসুবিধা কোথায়? তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা অন্তত বাঁচবে,” রেডিওবাংলানেট-কে বললেন অভিজিৎ।
আরও পড়ুন: অভিনব উদ্যোগে পুজোর গানে বাংলার বহুরূপী শিল্পীরা
সরকারী সিদ্ধান্ত মেনে আজ থেকে খুলছে পশ্চিমবঙ্গের সিনেমা হল। আজ ও ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে একাধিক আটকে থাকা ছবি। এই সমস্ত ছবির সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীরা মানুষকে হলে গিয়ে ছবি দেখতে অনুরোধ করেছেন।
ছবি: অর্ক গোস্বামী