ভেন্টিলেশনে সৌমিত্র
RBN Web Desk: অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে দেওয়া হলো সৌমিত্র চট্টোপাধ্যায়কে। গত কয়েকদিনে শুরুর দিকে চিকিৎসায় সাড়া দিলেও তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়েছে। সঙ্গে রয়েছে মানসিক অস্থিরতা। দুবার প্লাজ়মা থেরাপি করেও কোনও আশার খবর শোনাতে পারেননি চিকিৎসকরা। গত কয়েকদিনে অভিনেতার অবস্থার অবনতি পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে তাঁর অনুরাগীদের উদ্বেগও। হাসপাতালে ভর্তি হওয়ার দিন থেকে সোশ্যাল মিডিয়ায় সৌমিত্রর আরোগ্য কামনা করে প্রতিদিন অসংখ্য পোস্ট দেখা যেতে থাকে।
গতবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকদিন অসুস্থ ছিলেন অভিনেতা। তবে সে ধাক্কা সামলে কাজে ফেরেন তিনি। সাম্প্রতিক করোনা দাপটের জেরে লকডাউনের মধ্যে শুটিং বন্ধ থাকলেও রাজ্য সরকার থেকে শুটিং শুরুর অনুমতি বলবৎ হবার দিন থেকে কাজে শুরু করেন বর্ষীয়ান এই অভিনেতা। এই বয়সেও সাহসে ভর করে তাঁর কাজে ফেরার তাগিদ ছিল সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
সম্প্রতি তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র শুট করতে গিয়েই করোনায় আক্রান্ত হন সৌমিত্র। মঙ্গলবার বেলভিউ নার্সিংহোমে তাঁকে ভর্তি করার হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয়।
গতকাল সন্ধ্যার দিকে সৌমিত্রর রক্তচাপ কিছুটা স্থিতিশীল থাকলেও সারাদিনই তা ওঠানামা করেছে। তবে তাঁর মূত্রনালীতে সংক্রমণ রয়েছে। প্রস্ট্রেটের কর্কটরোগ ছড়িয়েছে ফুসফুস ও মস্তিষ্কেও। রয়েছে শারীরিক অস্থিরতাও। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে কোমর্বিডিটি ও বয়সজনিত একাধিক সমস্যা থাকলেও, তাঁর শরীরের আভ্যন্তরীন অঙ্গ প্রত্যঙ্গ এখনও পর্যন্ত স্বাভাবিকভাবেই কাজ করছে।
ছবি: গার্গী মজুমদার