চিকিৎসায় সাড়া, খুলে নেওয়া হলো সৌমিত্রর বাইপ্যাপ সাপোর্ট
RBN Web Desk: সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাইপ্যাপ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে, এমনটাই জানালেন তাঁর কন্যা পৌলমী বসু। সমান্য হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এই মুহূর্তে চিকিৎসকরা তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার চিন্তাভাবনা করছেন না বলে জানিয়েছেন পৌলমী।
গত এক সপ্তাহ ধরে মধ্য কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৫ বছর বয়সী এই অভিনেতা। হাতপাতাল কর্তৃপক্ষ আজ বিকেলে সংবাদমাধ্যমকে জানান যে আগের মতোই সৌমিত্রর কোভিড চিকিৎসা চলছে। যে ওষুধ দেওয়া হচ্ছিল, তাও অপরিবর্তিত রয়েছে। তাঁর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রয়েছে। তবে শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
My father is doing marginally better … he is slightly more stable… there has been improvement if only 1%… he was…
Gepostet von Poulami Bose am Dienstag, 13. Oktober 2020
এর আগে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে দেওয়া হয় সৌমিত্রকে।
গতবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকদিন অসুস্থ ছিলেন অভিনেতা। তবে সে ধাক্কা সামলে কাজে ফেরেন তিনি। সাম্প্রতিক করোনা দাপটের জেরে লকডাউনের মধ্যে শুটিং বন্ধ থাকলেও রাজ্য সরকার থেকে শুটিং শুরুর অনুমতি বলবৎ হবার দিন থেকে কাজে শুরু করেন বর্ষীয়ান এই অভিনেতা। এই বয়সেও সাহসে ভর করে তাঁর কাজে ফেরার তাগিদ ছিল সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
সম্প্রতি তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র শুট করতে গিয়েই করোনায় আক্রান্ত হন সৌমিত্র। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের আইটিইউতে স্থানান্তরিত করা হয়।
ছবি: গার্গী মজুমদার