তালিকা দীর্ঘ, কাজ প্রায় বন্ধ টালিগঞ্জে
RBN Web Desk: করোনা অতিমারির তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হয়েছেন বাংলা বিনোদন জগতের একাধিক শিল্পী ও কলাকুশলীরা। এরই প্রভাব পড়েছে টালিগঞ্জ স্টুডিওপাড়ায়। করোনার প্রকোপে তাই ছবি ও টেলিভিশন ধারাবাহিকের কাজ প্রায় বন্ধ। এমনকি স্থগিত ঘোষণা করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও।
রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়, রেশমী মিত্র, রুদ্রনীল ঘোষ; করোনায় আক্রান্তের তালিকা বেশ দীর্ঘ। সপরিবারে আক্রান্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। অতিমারিতে দ্বিতীয়বার কাবু হয়েছেন পার্নো মিত্র। সূত্রের খবর, টেকনিশয়নদের মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই যাঁদের মধ্যে রয়েছেন চিত্রগ্রাহক, মেকআপ শিল্পী, সাউন্ড রেকর্ডিস্ট ও অন্যান্যরা ।
আরও পড়ুন: বাঙালি ক্রীড়াবিদের বায়োপিকে রণবীর?
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই বাংলা ইন্ডাস্ট্রির স্বাভাবিক ছন্দে ফিরতে পারার আশু সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।