জুটি হিসেবে প্রথমবার তৃণা-শন

RBN Web Desk: এ সমাজে সাধারণ মানুষের পাশাপাশি দুষ্কৃতীরাও উপস্থিত। কিন্তু অপরাধের সঙ্গে যদি জড়িয়ে যায় হিংস্রতম চতুষ্পদ প্রাণী? অপরাধ এবং অন্যতম হিংস্র চতুষ্পদ নরখাদক বাঘ, এই দুইকে একত্র করে সত্য ঘটনা অবলম্বনে আসতে চলেছে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ় ‘পিলকুঞ্জ’।

সিরিজ়ের প্রেক্ষাপট উত্তরপ্রদেশের একটি ব্যাঘ্রসংরক্ষণ প্রকল্পের পাশের ছোট্ট গ্রাম। সেখানে নরখাদক বাঘের আক্রমণে প্রায়ই সাধারণ গ্রামবাসীর মৃত্যু হতো। কিন্তু সেই ঘটনা দিয়ে এক মারাত্মক পরিকল্পনাকে লুকিয়ে রাখা হয়েছিল। সেই পরিকল্পনা অনুমান করে তা যাচাই করে দেখার জন্য সিদ্ধার্থ নামে এক সাংবাদিক সেখানে যায়। রহস্যের উদঘাটন করতে গিয়ে সে দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে। তখনই তার সঙ্গে আলাপ হয় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বিদিতার। সেও এই ভয়ঙ্কর অভিযানে জড়িয়ে যায়। শিকারীর হাত থেকে পালাতে গিয়ে তারা নানারকম বিপদের সম্মুখীন হতে থাকে। এই রহস্যের আড়ালের সত্য কথা সকলকে জানানোই তাদের একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন: লগনচাঁদা নয়, এ ব্যোমকেশ অ্যাকশন হিরো

সিদ্ধার্থ ও বিদিতার ভূমিকায় অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায় ও তৃণা সাহা। জুটি হিসেবে এই প্রথম পর্দায় আসছেন তাঁরা। এছাড়া রামবাবুর ভূমিকায় রয়েছেন শংকর দেবনাথ ও শৈলেশের চরিত্রে রয়েছেন জয়ী দেবরায়। জগমোহনের ভূমিকায় থাকছেন সৌরভ সাহা। অন্যান্য চরিত্রে রয়েছেন দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহ পাত্তাদার, প্রতীক রায়, পালওয়াল চক্রবর্তী ও গৌতম মৃদ্ধা।



পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা, চিত্রগ্রহণ, সম্পাদনা ও নেপথ্যসঙ্গীতের দায়িত্বেও রয়েছেন রিঙ্গো। তিনি জানালেন, “২০১৭ সালে উত্তর ভারতের এক সংরক্ষিত ব্যাঘ্র অভয়ারণ্যে এক ভয়াবহ চক্রান্ত সামনে আসে। জানা যায়, বাঘের আক্রমণে মৃত্যুর পর সকরারী ক্ষতিপূরণ পাওয়ার জন্যেই গ্রামবাসীদের জঙ্গলে রেখে আসা হতো। সত্য সামনে না আসা পর্যন্ত নরখাদক বাঘকেই দোষারোপ করা হতো। সরকার কড়া হাতে এই চক্রান্ত দমন করে।”

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পিলকুঞ্জ’-এর টিজ়ার। এ মাসেই ক্লিক প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ়।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *