ভেন্টিলেশনে স্বরূপ দত্ত
RBN Web Desk: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ অভিনেতা স্বরুপ দত্ত। বালিগঞ্জে নিজের বাসস্থানে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ১৩ জুলাই কলকাতার মল্লিকবাজারে একটি বেসরকারি স্নায়ু হাসপাতালে জ্ঞানহীন অবস্থায় ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে জানা গেছে যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
বর্ষীয়ান এই অভিনেতার ছেলে, পরিচালক সারণ দত্ত সাংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁর বাবার মস্তিষ্কের একটি জায়গায় রক্ত জমাট বেঁধে আছে।
শরৎচন্দ্রের জনপ্রিয় উপন্যাস তৃতীয়বার বড় পর্দায়, কেন্দ্রীয় চরিত্রে ঋতুপর্ণা
সত্তরের দশকে এই অভিনেতা কাজ করেছেন বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে। একসময় বাংলা চলচ্চিত্রের ধূসর চরিত্র হিসেবে জনপ্রিয় ছিলেন স্বরূপ দত্ত। তপন সিনহা পরিচালিত ‘আপনজন’, ‘এখনই’, ‘সাগিনা মাহাতো’র মত ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও হিন্দি ছবি ‘উপহার’-এও অভিনয় করেন জয়া ভাদুড়ীর সঙ্গে।