একান্ত প্রয়োজন ছাড়া ছবিতে গানের কোনও দরকার নেই: রূপঙ্কর

কলকাতা: একান্ত প্রয়োজন না পড়লে, ছবিতে গান রাখার কোনও দরকারই নেই, এমনটাই মনে করেন রূপঙ্কর বাগচী।সম্প্রতি শহরে একটি ছবির মিউজ়িক লঞ্চে রেডিওবাংলানেট-কে এই কথা বললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক।

রপঙ্কর বলেন, “বেশির ভাগ ছবিতেই গানের ব্যবহার খুবই অনুপযুক্ত। অনেক সময় দেখা যায় একটা গান হয়ত সঙ্গীত হিসেবে খুবই সমৃদ্ধ কিন্তু ছবিতে তার দৃশ্যায়ন এতটাই খারাপ যে গায়ক এবং সঙ্গীত পরিচালকের পরিশ্রম বিফলে যায়। আমি নিজে এমন অনেক গান গেয়েছি যা রেকর্ড করার সময় হয়ত দারুণ ভালো লেগেছে, কিন্তু ছবির সঙ্গে তা একেবারেই খাপ খায়নি। আমার অনেক জনপ্রিয় গান সিনেমার পর্দায় দেখার সময় হাসি ছাড়া আর কিছুই পায়নি।”

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাইশে শ্রাবণ ছবিতে অনুপম রায়ের কথায় ও সুরে গভীরে যাও গানটির দৃশ্যায়ন খুবই ভালো লেগেছিল বলে জানালেন রূপঙ্কর।

Amazon Obhijaan

Like
Like Love Haha Wow Sad Angry

Ritam

Want to explore every corner of this world. Country music with friends around a campfire is my dream evening. Love the rains. Reading and photography are my second nature. Ah yes, and did I say fishing?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *