গানের ক্ষেত্রে অন্তত ‘না’ বলার জায়গা নেই: রূপঙ্কর
RBN Web Desk: খুব কম কাজের প্রস্তাবকে না বলা যায় বলে মনে করেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। পঁচিশ বছরের বেশি সময় ধরে বাংলা গানের জগতে রয়েছেন তিনি। এখনও একাধিক ছবিতে তাঁর গান থাকেই। তবু তিনি মনে করেন ‘না’ বলার জায়গা অন্তত গানের ক্ষেত্রে খুব একটা নেই। কারণ হিসেবে রূপঙ্কর রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি খুব বেশি না বলতে পারি না। তার কারণ, একটা গান শুনে হয়তো দারুণ ভালো লাগল, মনে হলো এটা অসাধারণ। কিন্তু সেটাই গাইবার পর যখন মিউজ়িক ইত্যাদি দিয়ে তৈরি হয়ে আসে তখন অনেকসময় খুব সাধারণ হয়ে দাঁড়ায়। আবার অনেক ক্ষেত্রে উল্টোটাও হয়।”
অনেকসময় যে গান শুনে মনে হয় সহজ, সেটাই গাইতে গিয়ে বেগ পেতে হয়েছে বলে জানালেন তিনি।
আরও পড়ুন: রিমেক হতে চলেছে ‘ঝিন্দের বন্দী’?
নতুন সুরকারদের মধ্যে রণজয় ভট্টাচার্য তাঁর বিশেষ পছন্দের। “ওর সুরে আধুনিকতার সঙ্গে পুরনোর একটা মেলবন্ধন ঘটে। এছাড়া রণজয়ের সুরে আমি বাঙালিয়ানা খুঁজে পাই। বাংলা খুব মিষ্টি ভাষা, হিন্দির মতো অতো স্মার্ট নয়। বাংলা ভাষা তার সারল্যের জন্যই শুনতে খুব ভালো লাগে। সেই বাঙালিয়ানাটাকে ধরে রাখা খুব জরুরি,” বললেন রূপঙ্কর।
ইন্দ্রদীপ দাশগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, জয় সরকার ও অনুপম রায়ের সঙ্গেও বারবার কাজ করতে চান তিনি। নতুন সুরকার সপ্তক সানাই দাসের সুরে কিছুদিন আগেই ‘অতি উত্তম’ ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর। তাঁর সুরও ভালো লেগেছ বলে জানালেন।
আরও পড়ুন: গ্রাম বাংলার রাজনৈতিক চিত্র নিয়ে ‘অন্য রূপকথা’
মাঝে বাংলা ছবিতে গানের সংখ্যা কমতে-কমতে তলানিতে এসে ঠেকেছিল। গতবছর বেশ কয়েকটি ছবিতে একাধিক গান শোনা গিয়েছে। এই পরিবর্তনকে স্বাগত জানালেও রূপঙ্কর বললেন, “ছবিতে গানের ভূমিকা ফিরে এলেও বেসিক বা বাংলা আধুনিক গান তৈরি হচ্ছে না। আজকাল একটা-একটা করে গান রিলিজ় করতে হয়। লাইভ শো বা মঞ্চে অনুষ্ঠান করার সুযোগ না থাকলে বাংলা গানের শিল্পীদের বেঁচে থাকা ক্রমশ কঠিন হয়ে যাবে।”
বাংলা গানের স্বার্থেই আধুনিক বাংলা গান ফিরিয়ে আনা উচিত বলে মনে করেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিল্পী।
ছবি: প্রতিবেদক