মানসিক অবসাদে লাগাম টানতে ইন্দ্রদীপের নতুন রাগ

RBN Web Desk: টানা তিন মাস ধরে চলা লকডাউনে বাড়িতে বসে বেশিরভাগ মানুষই তিতিবিরক্ত, যদিও প্রথমদিকে রোজকার একঘেয়ে রুটিন থেকে হঠাৎ পাওয়া ছুটির আনন্দে মজেছিলেন সকলেই। তবে এই হঠাৎ পাওয়া ছুটি যখন ধীরে-ধীরে অনির্দিষ্টকালের দিকে পা বাড়ায় কিংবা বেসরকারী অফিসগুলো বিনা নোটিশে কর্মচারিদের হাতে গোলাপী চিরকুট ধরিয়ে দেয়, সমস্যা শুরু হয় সেখানেই।

চাহিদা আছে, যোগান নেই। আবার সবকিছু ঠিকমত যোগান দিতে গেলে সামাজিক দূরত্বের কথা মাথায় আনলে চলে না। কিংকর্তব্যবিমূঢ় এই পরিস্থিতি কাটিয়ে উঠতে, মনকে হালকা রাখতে অনেকেই অপটু হাতে ধরেছেন খুন্তি; স্টার্টার ফুচকা-কাবাব-পিৎজ়া থেকে মেনকোর্সে পোলাও-বিরিয়ানি-নান হয়ে ডেজ়ার্টে রসগোল্লা-গোলাপজামুন-শাহী টুকরা, বাদ যায়নি কিছুই। আবার কেউ দীর্ঘদিনের অনভ্যাস, জড়তা কাটিয়ে গানের তালে নেচে উঠেছেন, কেউ বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্যের ছবি, কেউ আবার শুধু গান শুনেই মন ভালো রাখার চেষ্টা করেছেন। এরকম টুকরো-টুকরো ছবি দেখা যাচ্ছে গোটা লকডাউন জুড়ে।

সেইসব সঙ্গীতানুরাগীদের কথা ভেবে বিশিষ্ট ধ্রুপদী ভিয়োলা এবং বেহালাবাদক ইন্দ্রদীপ ঘোষ তৈরি করেছেন ‘গণপতি’ ও ‘ইন্দ্রধনুশ’ নামে দুটি নতুন রাগ। নতুন এই রাগ দুটি ইতিমধ্যেই শ্রোতাকূলের প্রশংসা অর্জন করেছে। 

আরও পড়ুন: রুদ্ধশ্বাস গতি, কল্পনার মোড়কে চাঞ্চল্যকর সত্য ঘটনা

“সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে সম্পূর্ণ দুটি নতুন রাগ তৈরি করেছি,” জানালেন ইন্দ্রদীপ। “সঙ্গীত নানা প্রকারের অবসাদ নিরাময়ে সাহায্য করে। আমি বিশ্বাস করি যে এই অতিমারী থেকে আমাদের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সঙ্গীত সহায়ক হবে।”

সম্প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক, মানবাধিকার ও শান্তি কমিশন কর্তৃক দক্ষিণ এশিয়ার জন্য কনসোল, শিল্পকলা ও সংস্কৃতি বিভাগের চ্যান্সেলর জেনারেলের পদে নিযুক্ত হয়েছেন ইন্দ্রদীপ।

টেক্সাসের গ্লোবাল ক্রিয়েটিভ আর্টস অ্যাকাডেমি ভারতীয় ধ্রুপদী শিল্প ও সংস্কৃতি প্রচারের জন্য তাঁর অবদানকে স্বীকৃতি দিয়ে ২০১৭ সালের ১৫ অক্টোবর দিনটি ‘ইন্দ্রদীপ ঘোষ দিবস’ হিসেবে ঘোষণা করে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *