আগের থেকে ভালো আছেন সুমন
RBN Web Desk: আগের থেকে ভালো আছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন (Kabir Suman)। ২৯ ডিসেম্বর সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। সেদিন বিকেলে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়।
হাসপাতাল সূত্রের খবর, এখন অনেকটাই স্থিতিশীল রয়েছেন ‘গানওয়ালা’। অক্সিজেন সাপোর্টেও খুলে নেওয়া হয়েছে। তবে তাঁর হৃদযন্ত্রের অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। বয়সজনিত অসুস্থতার কারণে তাঁর সুমনের হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতা কমে গিয়েছে।
আরও পড়ুন:প্রচারে অনুপস্থিত দীপিকা
আজও মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেছেন। শিল্পীর প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে প্রাক্তন সাংসদ ও জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পীকে।
ছবি: টিভি৯