রবিকিরণে ভরে উঠল জিডি বিড়লা সভাঘর

RBN Web Desk: বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। সুখ-দুঃখ-বেদনা-ক্ষোভ সবকিছুতেই বাঙালি এই মানুষটির সঙ্গে মিল খুঁজে পায়। তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনার সম্মানই বা ক’জন পায়? তিনি চলে যাওয়ার পর ৮০ বছরের বেশি কেটে গেছে। তবু আজও তাঁর সৃষ্টি ছাড়া কোনও অনুষ্ঠান উদযাপনের কথা ভাবা যায় না।

২৩ জুন ইন্দ্রাণী ব্যানার্জি মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠান ‘চিরসখা’য় দর্শক মাতলেন প্রাণের আনন্দে। সন্ধে ৬টা থেকে শুরু হয়ে আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানে দর্শকমন ভাবাবেগে সিক্ত করে তুললেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী অদিতি মহসিন (Adity Mohsin)। যাঁর নামে আয়োজক সংস্থার এই মেমোরিয়াল ট্রাস্ট,  শ্রীরামপুরবাসী শিক্ষাবিদ সেই ইন্দ্রাণী ছিলেন অদিতির ভক্ত। তাঁর খুবই ইচ্ছে ছিল একবার শিল্পীর গান মুখোমুখি বসে শুনবেন। তিনি না থাকলেও তাঁর স্বপ্নকে চাপা পড়ে যেতে দেয়নি এই সংস্থা।

আরও পড়ুন: একাধিক ছবিতে একই চরিত্রে, আশঙ্কায় কমলেশ্বর

জিডি বিড়লা সভাঘরের এই অনুষ্ঠানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতই নয়, অদিতির সুরেলা কণ্ঠস্বর দর্শককে মাতিয়ে রাখল রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুলপ্রসাদ সেনের গানেও। এঁদের বেশ কিছু গান আজও খুব বেশি পরিচিতি পায়নি সঙ্গীতানুরাগীদের মধ্যে। সেরকম অপরিচিত কিছু গানও অদিতি এনেছিলেন ‘চিরসখা’র আসরে।

আড়াই ঘণ্টার জন্য যেন গোটা প্রেক্ষাগৃহ জুড়ে তৈরি হয়েছিল সুরের বর্ষার আমেজ।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *