আমার তামিল উচ্চারণ শুধরে দিয়েছিলেন বালু: আশা

RBN Web Desk: কিংবদন্তি সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণমের মৃত্যুতে শোকাহত আশা ভোঁসলে। আজ এক টুইটবার্তায় তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আশা। আজ দুপুর ১.০৪ মিনিটে চেন্নাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এসপি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। আগস্ট মাসে কোভিড পজ়িটিভ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঝে কিছুটা সুস্থ হলেও ২৩ সেপ্টেম্বর থেকে আবার তাঁর অবস্থার অবনতি হয়। অবশেষে আজ অগণিত ভক্তকে কাঁদিয়ে প্রয়াত হলেন শ্রোতাদের প্রিয় এসপিবি। হিন্দী ছাড়াও তামিল, কন্নড়, তেলুগু ছবিতে তাঁর গানের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।

সংবাদমাধ্যমকে আজ জানান “এই বছর একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা প্রত্যক্ষ করতে হচ্ছে। এসপি বালাসুব্রহ্মণ্যমের মৃত্যুসংবাদে আমি শোকাহত। একজন অসামান্য ভার্সেটাইল গায়ক ছিলেন তিনি। দক্ষিণী ছবির গান ছাড়াও হিন্দীতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের সুরে তাঁর গানগুলি অনবদ্য। লতা দিদির সঙ্গে তাঁর অজস্র স্মরণীয় গান রয়েছে। আরডি বর্মণ ও বালু খুব ভালো বন্ধু ছিলেন। আরডির সুরে বহু গান গেয়েছেন তিনি। একসময় ইল্লায়ারাজার সুরে গান গাইতে গিয়ে আমার তামিল উচ্চারণ শুধরে দিয়েছিলেন বালু। তাঁর মৃত্যুতে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হলো।”

আরও পড়ুন: দর্শকের ক্ষোভের মুখে প্রমিতা

ষাটের দশকে থেকে শুরু করে দক্ষিণের ছবিতে অজস্র গান গেয়েছেন এসপি। আশার সঙ্গে দক্ষিণী ছবিতে বেশ কিছু গান গেয়েছেন তিনি। হিন্দী ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে জুটি বেঁধে এসপির অসংখ্য গান থাকলেও আশার সঙ্গে তুলনায় কম গান গেয়েছেন তিনি। তার মধ্যে ‘ও মারিয়া’, ‘ও সজন বিত না যায়ে’, ‘ইয়ে রাত অউর ইয়ে দুরি’ গানগুলি এখনও সমান জনপ্রিয়। বাংলায় আরডি বর্মনের সুরে আশা ও এসপির গাওয়া ‘না না না কাছে এসো না মায়াবী এই রাতে’ একসময় শ্রোতাদের মন জয় করেছিল।

২০১১ সালে পদ্মশ্রী ও পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন এসপি। 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *