কমলেশ্বরের স্যাটায়রে পরান, পাওলি, ঋত্বিক

RBN Web Desk: বেকারত্ব সেদিনও ছিল, আজও আছে। যতই পরিস্থিতি পাল্টে যাক, দিন পাল্টে যাক, তবু বেকার মানুষের জীবন খুব একটা পাল্টায় না। সেই কথা প্রমাণ করতেই বনফুলের গল্প অবলম্বনে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর নতুন সামাজিক ব্যঙ্গধর্মী ছবি ‘একটু সরে বসুন’। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, ইশা সাহা, পায়েল সরকার, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় ও পরান বন্দোপাধ্যায়। সদ্য মুক্তি পেয়েছে ছবির টিজ়ার। 

সংস্কৃত ভাষায় স্নাতক গুরুপদ দাশগুপ্ত ওরফে গুড্ডু থাকে বেগুনবাগিচা নামের এক গ্রামে। তার জীবনে চাকরিও নেই, কোনও লক্ষ্যও নেই। বাড়ির লোকজনও কেমন যেন অদ্ভুত স্বভাবের। একমাত্র আশার আলো ছোটবেলার প্রেমিকা পিউ।

আরও পড়ুন: বাংলাতেই সন্তুষ্ট দেব

অবস্থা পাল্টাতে গুড্ডু অবশেষে বাড়ির একমাত্র সম্পত্তি চুরি করে কলকাতায় চলে আসে ফটকেদার সন্ধানে। তারপর তার জীবনে শুরু হয় চমকপ্রদ সব ঘটনা। গুড্ডুকে খুঁজতে কলকাতায় এসে পৌঁছয় তার বাবা-মা, স্কুলের মাস্টার এবং পিউও। ওদিকে ঘটনাচক্রে গুড্ডু তখন কলকাতার হিরো নতুনভাই! এর মধ্যে আবার প্লেসমেন্ট এজেন্সির মালকিন, তুখোড় স্টাইলিশ রোকেয়ার সঙ্গে আলাপ হয় গুড্ডুর। এত কাণ্ড করে শেষমেশ কি গুড্ডু চাকরি পাবে?

ছবি প্রসঙ্গে কমলেশ্বর জানালেন, “গল্পটা পড়ে সবথেকে অবাক হয়েছিলাম এটা ভেবে যে বেকারত্ব নিয়ে সে যুগের একটা গল্প আজও কতটা প্রাসঙ্গিক! বর্তমান বেকারত্বের যে সঙ্কট তার সঙ্গে ক্রমাগত লড়াই করে চলবে এই গল্প। এমন একটা গল্প নিয়ে কাজ করতে দেওয়ার জন্য নির্মাতাদের প্রতি আমি কৃতজ্ঞ। এত দুর্দান্ত শিল্পীদের পেয়েছি যে খুব মজাদার একটা ছবি হতে চলেছে।”

নভেম্বরে মুক্তি পাবে ‘একটু সরে বসুন’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *