গ্ল্যামার কোথায়? জিজ্ঞাসা করেছিলেন জ়ীনত
RBN Web Desk: অভিনয় জীবনে অর্ধশতকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি। এখন মাঝেমাঝেই স্মৃতিতে ডুব দেন জ়ীনত অমান। সোশ্যাল মিডিয়ায় সেটাই ভাগ করে নেন এককালের দাপুটে নায়িকা। ২০১৯-এ শেষবারের মতো তাঁকে ‘পানিপত’ ছবিতে দেখা গিয়েছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৯৭০ সালে প্রথমবার কোনও ছবির সেটে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন জ়ীনত। সিনেমা সম্পর্কে তাঁর যা ধারণা ছিল, তা ‘হলচল’-এর সেটে প্রবেশ করতেই সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। সেটে ঢুকতেই তিনি দেখেন সবকিছু কেমন অগোছালো। মেঝের ওপর যত্রতত্র তার ছড়ানো, নানারকম আলো, যন্ত্রপাতি, ক্যামেরা এদিক-ওদিক রাখা। জীন়ত জানিয়েছেন, যেমন ভেবে গিয়েছিলাম, তেমন মোটেই ছিল না।
আরও পড়ুন: লালু প্রসাদের বায়োপিক
জ়ীনত পরিচালক ওমপ্রকাশ রলহানকে জিজ্ঞাসা করেছিলেন, গ্ল্যামার কোথায়? পরিচালক উত্তর দিয়েছিলেন, গ্ল্যামার তুমি।
১৯৭১ সালে মুক্তি পায় ‘হলচল’। সে বছরেই মুক্তি পায় দেব আনন্দ পরিচালিত ‘হরে রাম হরে কৃষ্ণ’ এবং জ্যানিসের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন জ়ীনত।