টেলিভিশন ধারাবাহিকে রূপঙ্কর?
RBN Web Desk: টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচী। অন্তত টেলিপাড়া সূত্র তাই বলছে। শোনা যাচ্ছে ভক্তিমূলক ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন রূপঙ্কর। এছাড়া তাঁর অভিনীত চরিত্রের লিপে একটি গানও গাইবেন তিনি।
গতকাল তাঁর সোশ্যাল মিডিয়া পেজে লম্বা চুল, গেরুয়া পাগড়ি, আর সাদা পোশাক একটি ছবি শেয়ার করেছেন রূপঙ্কর। আর সেই থেকেই তৈরি হয়েছে গুঞ্জন। পরনে রয়েছে গেরুয়া উত্তরীয়ও। ছবির সঙ্গে ভবা পাগলার জনপ্রিয় গানের লাইন ‘বারে বারে আসা আর হবে না’ও ব্যবহার করেছেন তিনি।
আরও পড়ুন: বড়পর্দায় আসছে বিনয়, বাদল, দীনেশের রাইটার্স অভিযান
‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। খলনায়ক অঘোরানন্দের চরিত্রে রয়েছেন থিয়েটার জগতের বিশিষ্ট অভিনেতা গৌতম হালদার। সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মহাপীঠ তারাপীঠ’।
তবে সূত্রের খবর, এই ধারাবাহিকের মাত্র কয়েকটি পর্বে রূপঙ্করকে দেখা যাবে। নিয়মিত টেলিভিশনে অভিনয় করার চিন্তাভাবনা তিনি আপাতত করছেন না।