মেগা-পরিচালক থেকে এবার অভিনেতা
RBN Web Desk: বড় পর্দায় এরকম হামেশাই হয়। ইদানিং অনেক পরিচালকই অন্য পরিচালকের ছবিতে অভিনয় করছেন। অপর্ণা সেন, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায়, এরা সবাই ছবি পরিচালনার পাশাপাশি নিয়মিত অন্যদের ছবিতে অভিনয়ও করে থাকেন। সৃজিত মুখোপাধ্যায়ও অঞ্জনের দত্ত ভার্সাস দত্ত, আমি আসবো ফিরে-এর মত ছবিতে অভিনয় করেছেন। কিন্তু টেলিভিশনের একজন পরিচালক আরেকজনের ধারাবাহিকে কাজ করছেন, এটা বড় একটা দেখা যায় না।
তবে এর ব্যাতিক্রমও আছে।
বাংলা টেলিভিশনের যাঁরা নিয়মিত দর্শক, তাঁদের নিশ্চয়ই চোখে পড়েছে এই অভিনেতাকে। সম্প্রতি আমলকী ধারবাহিকটির বেশ কয়েকটি পর্বে তিনি নজর কেড়েছেন। কিন্তু অনেকেই হয়ত জানেন না যে এই তরুণ অভিনেতা—সিদ্ধান্ত দাস—আসলে নিজেই একজন সফল পরিচালক। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে তিনি ভিক্টো নামেই বেশি পরিচিত। বহু হিট ধারাবাহিকের পরিচালক তিনি, যার মধ্যে চোখের বালি, দ্বিরাগমন, সোহাগী সিঁদুর, এবং তবু মনে রেখো বিশেষভাবে উল্লেখ্য।
তৈরি হল না যে ঘরে বাইরে
টেলিজগতে সিদ্ধান্তর কাজের শুরু সহকারী শিল্প নির্দেশক হিসাবে। পরে তিনি চিত্রনাট্য ও পরিচালনার কাজে আসেন। জনপ্রিয় ধারাবাহিক ভুলে যেও না প্লিজ়-এ দুটো দায়িত্বই সামলেছেন তিনি। এখনও মাঝরাতে শ্যুটিং ফ্লোরে দেখতে পাওয়া যায় তাঁকে, অভ্যাসবশত নিজের হাতে সেট তৈরি করছেন।
তবে আমলকীই সিদ্ধান্তর প্রথম অভিনয় নয়। জনপ্রিয় ওয়েব সিরিজ় সিক্স-এ প্রথম সামনে আসেন তিনি। আর এবার টেলিভিশনেও দেখা যাচ্ছে তাকে। তবে পুরোপুরি অভিনেতা হতে চান না বছর তিরিশের ভিক্টো। আমলকীতে তাঁর চরিত্রটি সাময়িক, তাই রাজি হয়েছেন। ক্যামেরার পেছনে থাকতেই বেশি পছন্দ করেন এই মেগা-পরিচালক ।
ছবি: এবেলা