কলকাতায় পা রাখল রিসার্চ মিডিয়া গ্রুপ
RBN Web Desk: দেশের একটি অন্যতম কর্মদ্যোগী সংস্থা রিসার্চ মিডিয়া গ্রুপ। সম্প্রতি সংস্থাটি কলকাতায় তাদের কার্যক্রম চালু করার কথা ঘোষণা করল । এই উপলক্ষ্যে বালিগঞ্জ সার্কুলার রোডের এক অভিজাত হোটেলে, আনুষ্ঠানিকভাবে সংস্থাটির লোগো প্রকাশ করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিসার্চ মিডিয়া গ্রুপের চেয়ারম্যান চৈতন্য জংগা, এগজ়িকিউটিভ ডিরেক্টর পিভিএস ভার্মা, ডিরেক্টর (অপারেশন) সিএইচ হরি লীলা প্রসাদ ও অন্যান্যরা। উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌবনি সরকার।
আরও পড়ুন: রাজনৈতিক থ্রিলার নিয়ে আসছেন সৌরভ
সংবাদমাধ্যমকে চৈতন্য বলেন, “আমিই এই সংস্থার প্রতিষ্ঠাতা। আমরা আঠাশ বছর ধরে সুনামের সঙ্গে তরুণ-তরুণীদের প্রতিভার বিকাশ এবং স্বপ্নপুরণ করে চলেছি। স্থিরচিত্র, ভিডিয়োগ্রাফি, কোরিওগ্রাফি, কস্টিউম ডিজ়াইনিং, শিল্প নির্দেশনা, মডেলিং এবং আরও নানা বিভাগে আমরা প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ করে দিই।”
আগামীদিনে চলচ্চিত্র প্রযোজনার করার কথাও জানালেন চৈতন্য।