মুক্তি পেল ‘মিশা’ ছবির গান
কলকাতা: পরিচালক শুভ্রাংশু বসু নিয়ে আসছেন তাঁর নতুন ছবি ‘মিশা’। সেই ছবিরই গান সম্প্রতি মুক্তি পেল উত্তর কলকাতার এক শপিং মলে, তাদের ‘নব বরষে, নব হরসে’ অনুষ্ঠানের মাধ্যমে। শুভ্রাংশু ছাড়াও উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত পরিচালক অরিন, গায়ক নচিকেতা চক্রবর্তী ও এই ছবির সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পীরা।
অরিন জানালেন, “চারটি গান থাকছে এই ছবিতে। তার মধ্যে একটি গেয়েছেন নচিকেতা ও আরেকটি রূপম ইসলাম। একটি রবীন্দ্রসঙ্গীত ছাড়া বাকি সবকটি গানই লিখেছেন শুভ্রাংশু।”
সত্যজিতের ছোটগল্পের নামভূমিকায় বোমান ইরানি
এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন দেবীকা সেনগুপ্ত। এটি তাঁর প্রথম ছবি। অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে তুলিকা বসু, সব্যসাচী চক্রবর্তী, রাজেশ শর্মা, খরাজ মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার ও অরুণ বন্দোপাধ্যায়কে।
১৯ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘মিশা’।