ফের বিবাদ, বন্ধ হলো ‘কৃষ্ণকলি’ সহ একাধিক ধারাবাহিকের শুটিং
RBN Web Desk: পারিশ্রমিক সংক্রান্ত বিবাদের জেরে বন্ধ করে দেওয়া হলো ‘কৃষ্ণকলি’ সহ একাধিক ধারাবাহিকের শুটিং। আজ বিকেল গড়াতেই শুটিং বন্ধের নির্দেশ জারি করে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়র্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। ফেডারেশনের এই নির্দেশে অবাক চ্যানেল কর্তৃপক্ষরা।
করোনা ভাইরাসের জেরে শুটিং বন্ধ থাকায় দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা টেকনিশিয়নদের কথা ভেবে তাঁদের জন্য এককালীন অর্থসাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল বেসরকারী বিনোদনমূলক চ্যানেলগুলি। ফেডারেশনের অভিযোগ, প্রতিশ্রুতি মতো এই টাকা তাঁদের এখনও বকেয়া।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ২৪ জুলাই থেকে সমস্যার সূত্রপাত। রোজই তাঁদের আশ্বস্ত করা হতো যে যত শীঘ্র সম্ভব টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই টাকা আজও আসেনি। এমতাবস্থায় টেকনিশিয়নরা চ্যানেলের কাছে একটা নির্দিষ্ট দিনে টাকা দেওয়ার দাবি জানিয়েছন। চ্যানেলগুলি সেই দিনটা জানাতে পারলেই আবার শুরু হবে শুটিং।
আরও পড়ুন: আবারও বুদ্ধদেবের ছবিতে চন্দন
এদিকে আজ সকালেই খবর আসে যে করোনায় আক্রান্ত হয়েছেন ‘কৃষ্ণকলি’র অভিনেতা ভিভান ঘোষ, ‘কনে বউ’-এর নেহা আমনদীপ ও ‘সিংহলগ্না’র মেকআপ শিল্পী দীপঙ্কর রায়। এছাড়া অন্যান্য ধারাবাহিকে কর্মরত আরও ১১ জন কলাকুশলীর শরীরেও থাবা বসিয়েছে করোনা।
স্বরূপের দাবি, এখন চারিদিকে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সকল শিল্পী ও কলাকুশলীর কাছে করোনা বিমা থাকা বাঞ্ছনীয়। কিন্তু তা অনেকের কাছেই নেই। শুটিং করতে গিয়ে কেউ আক্রান্ত হলে তার দায় কে নেবে? ফেডারেশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত অনেক সাহায্য করা হয়েছে। এর বেশি আর কতটা করা সম্ভব? প্রশ্ন তুলেছেন স্বরূপ।