সত্যজিতের ছোটগল্পের নামভূমিকায় বোমান ইরানি
কলকাতা: সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন বোমান ইরানি। সম্প্রতি শহরে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন এই সিরিজ়ের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ১২টি ছোটগল্প নিয়ে ‘এক্স রে’ নামক এই ওয়েব সিরিজ়ের শ্যুটিং ইতিমধ্যেই শুরু করেছেন সৃজিত।
রেডিওবাংলানেট-কে সৃজিত জানালেন, “এখনও অবধি একটাই পর্বের শুটিং করেছি আমরা। সেটা হল ‘বহুরূপী’। মুখ্য চরিত্রে আছেন কে কে মেনন। অন্য গল্পগুলোর কাস্টিং এখনও হয়নি। তবে খুব সম্ভবত ‘বাতিকবাবু’র চরিত্রে বোমান ইরানি অভিনয় করবেন।”
বাতিকবাবুর কাহিনী দার্জিলিং নিবাসী, হাতে লাঠি, দীর্ঘকায় এক ভদ্রলোককে নিয়ে। তার আসল নাম কি তা কেউই জানে না। লোকে তাকে বাতিকবাবু নামেই চেনে। বাতিকবাবুর শখ এমন সব জিনিস সংগ্রহ করা যার সঙ্গে কোনও না কোনওভাবে একটা গল্প জড়িয়ে রয়েছে। তার দাবী, সেই জিনিসটার সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাটা তিনি এক অদ্ভুত ক্ষমতাবলে দেখতে পান। এই ধরণের জিনিস সংগ্রহের নেশা কিভাবে বাতিকবাবুকে তাড়িয়ে বেড়ায় তাই নিয়েই এই গল্প।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
আশির দশকে দূরদর্শনে সম্প্রচারিত ‘সত্যজিৎ রায় প্রেজ়েন্টস’-এর অন্তর্গত এই গল্পের নামভূমিকায় অভিনয় করেছিলেন ইফতিখর আহমেদ। অন্যান্য চরিত্রে ছিলেন কামু মুখোপাধ্যায় ও পঙ্কজ কাপুর। এই ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন সন্দীপ রায়।
বহুরূপী ও বাতিকবাবু ছাড়াও এই ওয়েব সিরিজ়ে যে সব গল্প থাকছে সেগুলি হল ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’, ‘মিঃ শাসমলের শেষ রাত্রি’, ‘সাধনবাবুর সন্দেহ’, ‘গগন চৌধুরীর স্টুডিও’, ‘টলিউডে তারিণীখুড়ো’, ‘খেলোয়াড় তারিণীখুড়ো’, ‘বিষফুল’, ‘স্পটলাইট’, ‘গণেশ মুৎসুদ্দির পোট্রেট’ ও ‘বারীন ভৌমিকের ব্যারাম’।