শুরু হলো ‘রান্নাবাটি’র শুটিং

RBN Web Desk: থ্রিলারের পর এবার সংসারের গল্প। এবং আরও একবার রান্নার গল্প নিয়ে আসছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত (Pratim D Gupta)। গতবছর তাঁর পরিচালনায় ‘চালচিত্র’ ছবিটি বক্স অফিসে সাফল্যের সঙ্গে পেয়েছে সমালোচকদের প্রশংসাও। তবে এবার উল্টো পথে হাঁটতে চলছেন তিনি। তাঁর আগামী ছবি ‘রান্নাবাটি’ থ্রিলার তো নয়ই, বরং একেবারেই এক সাংসারিক এবং সামাজিক সম্পর্কের গল্প বলে। ছবিতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহিনী সরকার (Sohini Sarkar), শোলাঙ্কি রায় (Solanki Roy) ও অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। 

‘রান্নাবাটি’ একইসঙ্গে পরিবার, খাওয়াদাওয়া এবং আবেগের কাহিনি। এছাড়াও ছবিটি এক অন্যরকম পিতৃত্বের গল্প। এক চল্লিশোর্ধ বাবার ক্রমশ মা হয়ে ওঠার কাহিনি দেখা যাবে ছবিতে। নিজের সাধ্যের বাইরে গিয়ে কিশোরী কন্যার মন জয় করার সঙ্গে-সঙ্গে নিজেকেও ফিরে পাবেন এক বাবা। 

আরও পড়ুন: সৌরভের বায়োপিকে তৃতীয়বার অভিনেতা বদল

নতুন ছবি সম্পর্কে প্রতিম জানিয়েছেন, “’রান্নাবাটি’ আসলে কঠিন পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে উষ্ণতা খোঁজার গল্প। ছবিটাকে এক ধরনের ভালোবাসার উদযাপন বলা চলে। তবে সেই ভালোবাসা শুধুই রোমান্টিক নয়, বরং পারিবারিক ভালোবাসা এবং বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের বন্ধনের কথা বলে এই ছবি।”

খাওয়াদাওয়ার একটা বড় ভূমিকা থাকবে ছবিতে। কিছু কথা যা মুখে বলা যায় না অথচ খাওয়াদাওয়ার মাধ্যমে সহজেই বুঝে ফেলা যায়, সে কথাও প্রতিম বলবেন এই ছবির মাধ্যমে। 

ছবির শুটিং শুরু হয়েছে। এই বছরেই মুক্তি পাবে ‘রান্নাবাটি’। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *