চলে গেলেন ‘শোলে’র কালিয়া
RBN Web Desk: চলে গেলেন বিজু খোটে। আজ সকাল ৬.৫৫ নাগাদ নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারাঠী ও হিন্দি ছবির এই বিশিষ্ট অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
রমেশ সিপ্পির ‘শোলে’ ছবিতে ডাকাত কালিয়ার ভূমিকায় অভিনয় করেই সর্বাধিক জনপ্রিয়তা পান বিজু। এছাড়াও ‘আন্দাজ় আপনা আপনা’ ছবিতে রবার্টের ভূমিকায় তাঁর অভিনয় মনে রেখেছেন দর্শকরা।
আশি ও নব্বইয়ের দশকে একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন বিজু। এর মধ্যে ‘কয়ামত সে কয়ামত তক’, ‘নাগিনা’, ‘বেটা হো তো অ্যায়সা’ ও ‘চায়না গেট’ বিশেষভাবে উল্লেখ্য। অভিনয় জীবনে তিনশোরও বেশি ছবিতে কাজ করেছিলেন তিনি। মারাঠী থিয়েটারেও অভিনয় করেছিলেন দীর্ঘ সময় ধরে। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘জ়বান সমহালকে’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা গেছে তাঁকে।
আরও পড়ুন: পুজোয় রবীন্দ্র সদনে বাংলা ছবি, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন বিজু। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলেন নিজের বাড়িতেই। আজ বেলার দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।