১৪ দফা প্রস্তাব ‘বেআইনী’, দাবি এম্পডার
RBN Web Desk: করোনার প্রকোপে প্রায় দু’মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত সিনেমা ও মেগাসিরিয়ালের শুটিং। ১৭ মার্চ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) ও প্রোডিউসার্স গিল্ডের এক যৌথ সভায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ৫ মে সংবাদমাধ্যমের একাংশে লকডাউনের পর শুটিং পুনরায় চালু করার উদ্দেশ্যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে ১৪ দফা প্রস্তাব প্রকাশ করা হয়। শুটিং ফ্লোরে বাধ্যতামূলক থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজ়েন চ্যানেল, পরিস্কার শৌচাগার, পরিশুদ্ধ পানীয় জল ও নির্দিষ্ট কলটাইম, ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকা টেকনিশিয়ননদের কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট জমা, শিল্পীর সহযোগী বা গাড়ির চালকের শুটিং ফ্লোরে ঢোকায় নিষেধাজ্ঞা, অসুস্থ শিল্পীদের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়া এবং প্রতিটি টেকনিশিয়নকে কাজের সময়ে বুট, মাস্ক, ও গ্লাভস পরার বাধ্যতামূলক করার মতো প্রস্তাব দেয় এই সংগঠন ।
আরও পড়ুন: মুম্বইয়ে গান রেকর্ডিংয়ের অনুরোধ, প্রকাশ্যে সত্যজিৎকে লেখা কিশোরের চিঠি
ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (ইম্পডা) গতকাল এক বিবৃতিতে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার ১৪ দফা প্রস্তাবকে ‘বেআইনী’ বলে দাবি করেছে। ইম্পডার দাবি, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই ওই প্রস্তাবগুলি প্রকাশ করে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। টালিগঞ্জের কোনও সংগঠন এরকম একতরফা প্রস্তাব দিতে পারে না বলে মন্তব্য করেছে ইম্পডা।